আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

মিরপুরে পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ, বিক্ষোভ

রাজধানীর মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে তাঁরা মিরপুর-১৪ নম্বর এলাকার সড়কে অবস্থান নেন বলে জানিয়েছে পুলিশ। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১৪ ও ১৩ নম্বর এলাকার সড়কে অবস্থান নেন। এখন তাঁরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাচ্ছেন।মজুরি বাড়ানোর দাবিতে গত ২৩ অক্টোবর থেকে শ্রমিকদের শুরু করা আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে নতুন বেতনকাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকেরা। তাঁরা ন্যূনতম মজুরি ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষের দেওয়া ১২ হাজার ৫০০ টাকার প্রস্তাবই চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়। সূত্র: প্রথম আলো

সংলাপ চেয়ে তিন দলকে যুক্তরাষ্ট্রের চিঠি

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—বড় এই তিন রাজনৈতিক দলকেই এ বার্তা দিয়েছে ওয়াশিংটন।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানাতে বড় তিন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন। পরে পিটার হাস জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন। একই চিঠি আওয়ামী লীগ ও বিএনপিকেও দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে বার্ষিক দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গত শুক্রবার নয়াদিল্লি এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ওই বৈঠকে ভারত বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান জানায় যুক্তরাষ্ট্রকে এবং পরে তা প্রকাশও করে। সূত্র: কালের কণ্ঠ

সরকারের ধারাবাহিকতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টার মধ্যে আওয়ামী জনগণের ভোটে সরকার গঠন করে। মনুষ্যসৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আমরা এগিয়ে চলেছি। মঙ্গলবার সকালে গণভবন থেকে ১৫৭ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান এসব কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগ কখনও সরকারে আসেনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। প্রযুক্তি শিক্ষার ওপর আমাদের সরকার জোর দিয়েছে। সূত্র: সমকাল

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি
শর্তহীন সংলাপে বসার আহ্বান ৩ দলকে
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের তাগিদ * সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের অনুরোধ

Nagad

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি কোনো একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করে না-এমন মন্তব্য করে দেশটি বিবদমান সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানায়।সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠিতে এসব কথা বলা হয়। যদিও সোমবার রাত সাড়ে নয়টায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া যুগান্তরকে বলেন, ‘আমরা এমন চিঠি পাইনি।’ তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘আমরা চিঠি পেয়েছি’। আর সোমবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির কাছে ওই চিঠি পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। সূত্র: যুগান্তর

আমদানি-রপ্তানিতে মন্দা: খালি কনটেইনারের স্তূপ বড় হচ্ছে আইসিডিতে
ডলার-সংকটে কমছে আমদানি, ধাক্কা লাগতে শুরু করেছে রপ্তানিতেও। বিলাসী পণ্যে খরচ কমাতে আমদানি নিয়ন্ত্রণ করা হলেও শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এর চাপ পড়েছে। ডলারের দুর্মূল্যের কারণে এখন অত্যাবশ্যক পণ্য আমদানির ঋণপত্র খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আমদানি-রপ্তানি কমে যাওয়ায় ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোয় (আইসিডি) বাড়ছে খালি কনটেইনারের স্তূপ। দেশে চট্টগ্রামকেন্দ্রিক বেসরকারি আইসিডি রয়েছে ১৯টি। এসব আইসিডি মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশ এবং আংশিকভাবে ৩৮টি আমদানি পণ্যের ২৩ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে। আইসিডিগুলোর মালিক সংগঠনের দেওয়া তথ্য থেকে জানা যায়, প্রতিটি আইসিডিতেই বিদেশগামী রপ্তানি পণ্যের কনটেইনারের স্তূপ জমছে। বেসরকারি ১৯টি আইসিডিতে এক মাসের ব্যবধানে খালি কনটেইনারের সংখ্যা বেড়েছে প্রায় ৭ হাজারটি। আগস্টে খালি কনটেইনার জমা ছিল ৪৫ হাজার ৭৮৮টি। আর সেপ্টেম্বরে এসে খালি কনটেইনার জমা পড়েছে ৫২ হাজার ৭২১টি। অর্থাৎ, এক মাসের ব্যবধানে খালি কনটেইনার যোগ হয়েছে ৬ হাজার ৯৩৩টি। প্রতি মাসেই এ সংখ্যা বাড়ছে। সূত্র: আজকের পত্রিকা।

এক সময়ের ব্যবসা-সফল টেক্সটাইল মিলগুলো এখন ধুঁকছে গ্যাস আর অর্ডার স্বল্পতায়

মহামারিকালে ব্যাহত হয় বৈশ্বিক পণ্য সরবরাহের শৃঙ্খল, তবে ২০২১ সালের শেষদিকে যা আগের অবস্থায় ফিরতে শুরু করে। লকডাউনের কাল শেষে পশ্চিমা ভোক্তারা কেনাকাটা বাড়ান, এতে বাংলাদেশের পোশাক কারখানাগুলো পায় নজিরবিহীন কার্যাদেশ। ফলস্বরূপ; ২০২১-২২ অর্থবছরে ৩৪ শতাংশ প্রবৃদ্ধি সহকারে রপ্তানি পৌঁছায় ৫২.০৮ বিলিয়ন ডলারে, যা ছিল অসাধারণ এক অর্জন। কিন্তু, অর্থনৈতিক এই চাঙ্গাভাব অচিরেই টেক্সটাইল মিল মালিকদের কঠিন এক চ্যালেঞ্জের মুখে ফেলে। পোশাক উৎপাদনে অপরিহার্য সুতা ও কাপড়ের (ফেব্রিক) ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হিমশিম খান তাঁরা। পোশাক শিল্পে- সুতা ও কাপড়ের বাড়তি চাহিদা এ মেটাতে, মিল মালিকদের একাংশ এ শিল্পে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেন– হয় নতুন মিল স্থাপন, অথবা বিদ্যমান স্থাপনার সক্ষমতা বাড়াতে।দুর্ভাগ্যজনক বিষয় হলো– পোশাক রপ্তানির কার্যাদেশ ব্যাপকভাবে কমে আসায় – ব্যবসার বিকাশের জন্যে করা এ বিনিয়োগই বর্তমানে বিনিয়োগকারীদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিদ্যুৎ-গ্যাসের মতোন ইউটিলিটি পরিষেবার বিল অতিরিক্ত বেড়ে যাওয়া – এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে সক্ষমতার অর্ধেক নিয়ে চলতে হচ্ছে টেক্সটাইল মিলগুলোকে। কিন্তু, এটাই মিল মালিকদের দুরবস্থার একমাত্র কারণ নয়। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়া, ডলার সংকট, বিরোধীদের চলমান অবরোধ এবং মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনের ফলে সাম্প্রতিক সময়ে অনেক কারখানাকে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার

আমদানি শুরুর পর নিম্নমুখী হয়ে উঠেছিল আলুর দাম। চিনির বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক নামিয়ে আনা হয়েছিল অর্ধেকে। যদিও বাজারে এখন আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে পণ্য দুটির দাম। গত তিনদিনে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। নির্ধারিত দামের চেয়ে ১৫-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে চিনি। এজন্য ডলারের সংকটকে দায়ী করে ব্যবসায়ীরা বলছেন, একদিকে প্রয়োজনমতো ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। অন্যদিকে নির্ধারিতের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে আমদানিতে। এরই প্রভাব পড়তে শুরু করেছে আলু ও চিনির বাজারদরে। সরজমিনে গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। যদিও গত শুক্রবার তা ৪৫-৫০ টাকায় ‍বিক্রি হয়েছিল। সে হিসেবে তিনদিনের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। আবার বাজারে চিনিও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো দোকানে চিনি মিলছেই না। যেসব দোকানে পাওয়া যাচ্ছে, সেখানে তা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা কেজি দরে। যদিও ১০-১২ দিন আগে প্রতি কেজি চিনি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হয়েছে। সূত্র: বণিক বাংলা।

পাঁচ দিনের যুদ্ধবিরতি দিলে ৭০ জিম্মিকে ছাড়া হবে: হামাস মুখপাত্র

পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি দিলে গাজায় আটকে রাখা সর্বোচ্চ ৭০ নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা আল কাসাম বিগ্রেডের পক্ষ থেকে গতকাল সোমবার এ কথা জানানো হয়েছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য ধারণ করা একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।’গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর ৪০ শতাংশই শিশু। সূত্র: প্রথম আলো

হামাস-ইসরায়েল যুদ্ধের সর্বশেষ যা জানা যাচ্ছে

রাতভর গাজায় ইসরায়েলি হামলা চলেছে। এখন পর্যন্ত যুদ্ধের সর্বশেষ একনজরে দেখে নেওয়া যাক। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেছেন, গাজা স্ট্রিপের হাসপাতালগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। তিনি ইসরায়েলকে গাজায় পদক্ষেপের বিষয়ে আরো নমনীয় হতে বললেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফাকে একটি কবরস্থান হিসেবে বর্ণনা করেছে। গাজার চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের ভেতরে ও আশপাশে মৃতদেহ স্তূপ হয়ে পচতে শুরু করেছে। সরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হুমকির কারণে মৃতদেহ দাফন করা যাচ্ছে না। ইসরায়েল বলছে, হামাস আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। সূত্র: কালের কণ্ঠ

‘ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার’

দ্রব্যমূল্যে ডলার সংকটের প্রভাব নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম, ‘ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার’। প্রতিবেদনে বলা হচ্ছে, আমদানি শুরুর পর নিম্নমুখী হয়ে উঠেছে আলুর দাম। চিনির বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক নামিয়ে আনা হয়েছিল অর্ধেকে। এরপরও বাজারে আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে পণ্য দুটির দাম।
গত তিনদিনে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। নির্ধারিত দামের চেয়ে ১৫-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে চিনি।
এজন্য ডলারের সংকটকে দায়ী করে ব্যবসায়ীরা বলছেন, একদিকে প্রয়োজনমত ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। সেইসাথে আমদানিতে অতিরিক্ত অর্থ পরিশোধের কারণে এর প্রভাব পড়তে শুরু করেছে আলু ও চিনির বাজারদরে। সূত্র: বিবিসি বাংলা।