আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

বাইডেন-সি বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

মুখোমুখি বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় তাঁদের বৈঠক হবে। এর আগে গতকাল সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং প্রতিযোগিতার লাগাম টানার বিষয়ে আলোচনা করবেন।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকো সফর করছেন সি চিন পিং। এর ফাঁকে বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দুই দেশের জটিল দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যবস্থাপনায় মুখোমুখি বৈঠক ও কূটনীতির বিকল্প নেই, এমনটাই মনে করেন প্রেসিডেন্ট বাইডেন। জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি, যুক্তরাষ্ট্র-চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু মৌলিক বিষয় নিয়ে দুই নেতার আলোচনা হতে পারে। এর মধ্যে পারস্পরিক যোগাযোগের উন্মুক্ত মাধ্যম শক্তিশালী করার গুরুত্ব, দায়িত্বশীল প্রতিযোগিতা এবং সংঘাতের দিকে ধাবিত না হওয়া নিয়ে কথা বলতে পারেন তাঁরা।’ সূত্র: প্রথম আলো

‘বিপজ্জনক’ সুড়ঙ্গের মুখে ইসরায়েলি সেনারা

৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে হামলা চালানোর পর গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার নিয়ন্ত্রণ গ্রহণের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর আরো বড় উদ্দেশ্য রয়েছে। তাদের লক্ষ্য হামাসের সুড়ঙ্গের নেটওয়ার্ক চিহ্নিত ও ধ্বংস করা। বছরের পর বছর ধরে নিজেদের মূল প্রতিরক্ষা কৌশল হিসেবে সতর্কতার সঙ্গে সুড়ঙ্গ তৈরি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের মূল ঘাঁটি উত্তর গাজায় হামলা চালানোর সময় এরই মধ্যে গেরিলা হানাসহ কিছু বাধার সম্মুখীন হচ্ছে। হামাসের সঙ্গে তাদের সামনাসামনি লড়াইও হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাকড়শার জালের মতো ছড়িয়ে থাকা ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মূল করা হবে ইসরায়েলি সেনাবাহিনীর সামনে আরো বড় চ্যালেঞ্জ। সূত্র: কালের কণ্ঠ

গাজার হাসপাতালগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে: বাইডেন

গাজার সবচেয়ে বড় হাসপাতালটি রক্ষা করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আল শিফা হাসপাতালকে লক্ষ্য করে যেন ইসরায়েলি সেনারা সরাসরি হামলা না চালায়। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের-বাইডেন বলেন, আমার আশা থাকবে যে হাসপাতালগুলোতে ইসরায়েলিরা তাদের অনুপ্রবেশ কমাবে এবং এই বিষয় নিয়ে আমরা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখব। এছাড়া জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বাইডেন। এসময় হাসপাতালগুলো সুরক্ষিত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে, গাজায় ইসরায়েলের অবিরাম হামলার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটির সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফা হাসপাতাল এখন প্রায় কবরস্থানে পরিণত হয়েছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি হাসপাতালে মৃতদের দাফন করতে পারছে না বলেও জানিয়েছে সংস্থাটি। সূত্র: সমকাল

Nagad

গাজায় ফের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ৩১

দখলদার ইসরাইল আবারও অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা।অনেকদিন ধরেই ইসরাইল গাজার ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে। তবে তেল আবিবের দাবি, সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। যদিও ইসরাইলি হামলায় নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক এবং তার একটা বড় অংশ নারী ও শিশু। গত এক মাসের বেশি সময় ধরে গাজার হাসপাতাল, মসজিদ, অ্যাম্বুলেন্স, গির্জাসহ সব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরাইল। বিশেষ করে, হাসপাতালগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সূত্র: যুগান্তর

চতুর্থবারের মত গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা, নিহত অন্তত ৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। এই নিয়ে এ শরণার্থী শিবিরে চারবার ভয়াবহ হামলা চালাল দখলদার ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামাল চালায় ইসরায়েলি বাহিনী, এতে ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়।অন্যদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। সূত্র: দেশ রুপান্তর

মার্কিন প্রতিনিধিদলের সফরের পর দিল্লিতে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নয়াদিল্লি সফরের কয়েক দিন পরই ভারত সফরে গেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো ও রুশ প্রতিনিধিদল। সেখানে তাঁরা ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা ও ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, আন্দ্রেই রুদেনকো ও বিনয় মোহন কোয়াত্রা দুই দেশের মধ্যকার ইন্ডিয়া-রাশিয়া ফরেইন অফিস কনসাল্টেশন (এফওসি) শীর্ষক বৈঠকে বসেছিলেন গতকাল সোমবার। বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু আলোচিত হয়েছে। এই বৈঠক এমন এক সময়ে হলো, যার মাত্র কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নয়াদিল্লিতে ভারতীয় নেতৃত্বের সঙ্গে বাৎসরিক ২ ‍+ ২ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসেছিলেন। সূত্র: আজকের পত্রিকা।

গাজায় যুদ্ধে এ পর্যন্ত ৩,১১৭ জন স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে
অন্যদিকে গাজার ২৩৯ টি সরকারি স্কুলে হামলা করেছে ইসরায়েল। এরমধ্যে ৪৫ টি স্কুল ধ্বংস হয়ে গেছে।

চলমান যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৩,১১৭ জন স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে একই সময়ে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে উপত্যকাটির প্রায় ৬ লাখ শিক্ষার্থী স্কুলের বাইরে রয়েছে। ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের তথ্যমতে, প্রায় ৭০ টি সরকারি ও ইউএনআরডব্লিউএ এর ১৪৫ টি স্কুল এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। চলমান যুদ্ধে গাজায় মোট ১৩০ জন শিক্ষক ও স্কুল কর্মচারী নিহত হয়েছে। আহত হয়েছে ৪,৬১৩ জন শিক্ষার্থী। অন্যদিকে গাজার ২৩৯ টি সরকারি স্কুলে হামলা করেছে ইসরায়েল। এরমধ্যে ৪৫ টি স্কুল ধ্বংস হয়ে গেছে।আর গাজার সবচেয়ে বড় স্বাস্থ্যকেন্দ্র– আল শিফা হাসপাতাল গত ৯ নভেম্বর থেকেই ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ। একইসঙ্গে, করা হয়েছে গোলাবর্ষণ। এতে করে বেশকিছু চিকিৎসক ও আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক হাসপাতাল ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা ইতোমধ্যেই আল-শিফার কার্যক্রম বন্ধ হওয়ার কথাও জানিয়েছেন। স্রূত: বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার
ভারতে বাংলাদেশ নিয়ে আলোচনা সুনির্দিষ্ট করে জানাবে না যুক্তরাষ্ট্র

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও ভারতের পঞ্চম টু প্লাস টু মিনিস্টারিয়াল ডায়ালগ। এ সংলাপে আলোচনার বিষয়বস্তু ছিল ক্রমবর্ধমান ভূরাজনৈতিক টানাপড়েন ও উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের অংশীদারত্ব। গুরুত্ব পেয়েছে ইন্দো-প্যাসিফিক কৌশল বাস্তবায়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো। বাংলাদেশের আগামী নির্বাচন আলোচ্য সূচিতে ছিল বলে অনেকগুলো সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে আলাদা করে কোনো মন্তব্য দেয়নি ওয়াশিংটন। আপাতত তেমন কোনো মন্তব্য আসবেও না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথায় সেই সুর পাওয়া গেল। গতকাল সোমবার (১৩ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হন মিলার। এ সময় বাংলাদেশের নির্বাচন ও সদ্য সপ্তাহ ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকও প্রশ্ন আকারে উত্থাপিত হয়। সূত্র: বণিক বাংলা।

গাজার আল-শিফা হাসপাতাল মৃতদের দাফন করতে পারছে না: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ফিলিস্তিনের ছিটমহল গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল শিফা মৃতদের দাফন করতে পারছে না, সেখানে জমা মৃতদেহে পচন ধরেছে। বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানির সংকটে পড়া হাসপাতালটি ‘প্রায় একটি কবরস্থান’ হয়ে উঠেছে বলে সংস্থাটি সতর্ক করেছে।আল শিফার ম্যানেজার জানিয়েছেন, ‘অবরুদ্ধ’ হাসপাতালটিতে ঢুকে কুকুরগুলো মৃতদেহ খাওয়া শুরু করেছে।গত কয়েকদিন ধরে হাসপাতালটির আশপাশের এলাকাগুলোতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে। হাসপাতালের গেইটের কয়েক মিটারের মধ্যে ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিয়েছে বলে জানা গেছে। হাসপাতালটির নিচে ভূগর্ভস্থ টানেলে হামাস একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে বলে অভিযোগ ইসরায়েলের। গাজা শাসনকারী হামাস সেখানে ‘মানবিক সমাধানও প্রতিরোধ’ করছে বলে অভিযোগ তাদের। কিন্তু হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। সূত্র: বিডি নিউজ

গাজার সবচেয়ে বড় হাসপাতাল এখন কবরস্থান – বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুশিয়ার করে বলেছে, গাজায় থাকা সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা এখন প্রায় ‘একটি কবরস্থান’। যার ভেতরে এবং বাইরে মরদেহ জড়ো করে রাখা হয়েছে। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-শিফা হাসপাতালটি গত কয়েক দিন ধরে ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে যুদ্ধে ফ্রন্টলাইন বা সম্মুখ সারিতে পড়ে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-শিফা হাসপাতালটির নিচে সুড়ঙ্গে একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কেন্দ্র পরিচালনা করছে হামাস। তবে এ দাবি অস্বীকার করেছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমিয়ার বলেছেন, এই মূহুর্তে হাসপাতালটিতে প্রায় ছয় শতাধিক মানুষ আটকে পড়েছেন। হলগুলোতে আশ্রয় নিয়েছেন আরো অনেক মানুষ। সূত্র: বিবিসি বাংলা ।