ভর্তুকি মূল্যে ঢাকার যে ৩০টি স্থানে পাওয়া যাচ্ছে টিসিবির পণ্য
টিসিবি কার্ডের আওতাভুক্ত নয় এমন স্বল্প আয়ের পরিবারের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে আলু, পেঁয়াজ, ডাল ও সয়াবিন তেল বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৩০০ মানুষ পণ্য পাবেন। সে হিসাবে ঢাকায় প্রতিদিন ৯ হাজার ক্রেতা ভর্তুকি মূল্যে চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।


এসময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যসচিব বলেন, এখন বিশ্বব্যাপীই পণ্যের দাম বেশি। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ঢাকার বাইরেও এ ট্রাক সেল কার্যক্রম চালু করা হবে। এ মুহূর্তে ভোক্তাদের পাশে দাঁড়াতে নিঃসন্দেহে এটি সরকারের একটি ভালো উদ্যোগ।
এর আগে গত সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাকে করে কতদিন বিক্রয় চলবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে এসব বিক্রি করবে টিসিবি। সম্প্রতি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এ সিদ্ধান্ত নিচ্ছে। যাতে নিম্ন আয়ের এবং ভাসমান মানুষ এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে।
পণ্য সরবরাহের ওপর ভিত্তি করে ট্রাক সেলের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান সিনিয়র সচিব।
টিসিবির ট্রাক থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে দুই কেজি করে ডাল, আলু ও পেঁয়াজ এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আলু প্রতিকেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। যেখানে বাজারে তেল ১৬৫ থেকে ১৬৯, আলু ৫০ থেকে ৫৫, ডাল ১০৫ থেকে ১১০ ও আমদানি করা পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে দুই সিটি করপোরেশনের আওতাধীন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এ সুবিধা নিতে পারবেন না।
যেসব স্থানে টিসিবির ট্রাক থাকবে
আজ যেসব স্থানে টিসিবির ট্রাক থাকবে, সেগুলো হলো– খিলগাঁও রেলগেট, মুগদা মেডিকেল কলেজসংলগ্ন এলাকা, মালিবাগ রেলগেট, শনির আখড়া বাসস্ট্যান্ড, আজমপুর কাঁচাবাজার (উত্তরা), মতিঝিল বক চত্বর, ফকিরাপুল বাজার, আবদুল্লাহপুর মোড়, বাংলাদেশ মেডিকেল কলেজ (ধানমন্ডি), আজিমপুর ছাপড়া মসজিদ, ভিক্টোরিয়া পার্ক এলাকা, সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে, সূত্রাপুর থানার পাশে, কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে, মহাখালী কাঁচাবাজার, কচুক্ষেত বাজার (ক্যান্টনমেন্ট), গাবতলী বাসস্ট্যান্ড, কুড়িল বিশ্বরোড, মিরপুর–১ নম্বর শাহ আলী মাজার, মিরপুর–১০ নম্বর গোল চত্বর, মিরপুর ইসিবি চত্বর, কলেজগেট (হৃদ্রোগ হাসপাতাল), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি জিগাতলা, ফার্মগেট আনন্দ সিনেমা হল, রামপুরা বাজার, শাহজাদপুর বাজার, মিরপুর কালশীর মোড়, বেগুনবাড়ি (দীপিকার মোড়) ও শাহিনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ–সংলগ্ন এলাকা।
জানা গেছে, প্রতিদিন একই স্থানে টিসিবির ট্রাক নাও থাকতে পারে। প্রয়োজন অনুসারে ট্রাকে পণ্য বিক্রয়ের স্থান পরিবর্তন করা হতে পারে।