আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

গাজায় ঢুকেছে জ্বালানিবাহী ট্রাক, জানাল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি পাঠানো হয়েছে। এসব জ্বালানি গাজার হাসপাতালগুলোয় ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, রাফাহ সীমান্ত ক্রসিং পেরিয়ে মিসর থেকে গাজায় ছয় ট্রাক জ্বালানি প্রবেশ করেছে। এসব ট্রাকে প্রায় ১৮ হাজার গ্যালন জ্বালানি রয়েছে। এই জ্বালানি গাজার হাসপাতালগুলোর জেনারেটর সচল রাখতে সহায়ক হবে।
সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, দেশটি গাজায় জ্বালানিবাহী ট্রাক প্রবেশের সুযোগ দেবে। তবে শর্ত হলো, এই জ্বালানি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মানবিক কাজ পরিচালনায় ব্যবহার করা যাবে।
এর আগে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানায়, গাজায় তীব্র মানবিক সংকট সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। সংঘাত কমছে না, এর মধ্যে জ্বালানিসংকট তীব্র হয়েছে। যা ত্রাণ আসছে, সেটাও প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। সব মিলিয়ে তাঁদের কর্মীরা মানবিক কর্মকাণ্ড চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। সূত্র: প্রথম আলো

অতিরিক্ত এসপি পদে ২২৭ পদোন্নতি আটকে গেছে
অতিরিক্ত পুলিশ সুপারের ২১৫টি পদ বিলুপ্ত হওয়ায় দুই ব্যাচের ২২৭ জন সহকারী পুলিশ সুপারের (এএসপি) পদোন্নতি আটকে গেছে। ২০২০ সালের ১৫ মার্চ এসব পদ বিলুপ্ত করে একইসংখ্যক পুলিশ সুপারের (এসপি) পদ সৃষ্টি করা হয়। এতে পুলিশ প্রশাসনে অতিরিক্ত এসপি পদে পদোন্নতি দেওয়ার মতো শূন্য পদ নেই। ফলে পুলিশ ক্যাডারের ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তা, যাঁরা এখন এএসপি, তাঁদের পদোন্নতি হচ্ছে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে, এ নিয়ে পুলিশের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তাঁদের এ সমস্যার সমাধানে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টি হতে পারে।পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণত বিসিএস ক্যাডাররা পুলিশে যোগদানের পাঁচ বছর হলে অতিরিক্ত এসপি পদে পদোন্নতি পেয়ে থাকেন। ৩৫তম ব্যাচের কর্মকর্তারা গত ছয় বছর ৯ মাস এবং ৩৬ ব্যাচের কর্মকর্তারা পাঁচ বছর চার মাস ধরে দায়িত্ব পালন করেও পদোন্নতি পাচ্ছেন না।

সুত্র: কালের কণ্ঠ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
ভোটে যাচ্ছে কারা
♦ প্রস্তুত বিএনপির অনেক সাবেক এমপি ও নেতা ♦ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্য জোট ♦ মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ অনেক দল ♦ ৩০০ আসনে প্রার্থী দেবে এনপিপি

বিএনপির সাবেক সংসদ সদস্যের অনেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী হতে চান। এসব সাবেক সংসদ সদস্যের সঙ্গে আলাদাভাবে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাও প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা মনে করছেন, এবারের ভোট নিরপেক্ষ হবে। ভোটে গেলে ভালো করবেন। মেজর অব. আখতারুজ্জামান বলেন, ‘বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে নির্বাচন করতে ইচ্ছুক দলের সব প্রার্থী হতাশ হবেন না। দল ও দেশের জন্য সর্বোপরি জনগণের প্রত্যাশা পূরণের জন্য অবশ্যই আপনাদের নির্বাচনে আসতে হবে।’ জানা গেছে, পর্যায়ক্রমে নিবন্ধিত দলগুলোর অংশগ্রহণের আগ্রহ ক্রমে বাড়ছে। নির্বাচন কমিশনে লিখিতভাবে ভোটে যাওয়ার কথা জানাচ্ছে। যেসব দল ও সংগঠনের নিবন্ধন নেই তারা নিবন্ধিত দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করার কথা নির্বাচন কমিশনে লিখিতভাবে জানাচ্ছে। নির্বাচন কমিশন মনে করছে, নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন ।

Nagad

মানিলন্ডারিং প্রতিরোধে বাংলাদেশের উন্নতি

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। ২০২৩ সালের র‌্যাংকিংয়ে আগের ৪১ অবস্থান থেকে ৪৬ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশের ৮ ধাপ উন্নতি হয়েছিল। বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হাইতি। এরপরই পর্যায়ক্রমে চাঁদ ও মিয়ানমারের অবস্থান। আর সবচেয়ে কম ঝুঁকির দেশ আইসল্যান্ড যার অবস্থান ১৫২। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডভিত্তিক দ্য ব্যাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্স সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৫২টি দেশের ওপর এ র‌্যাংকিং করা হয়। এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের অবস্থান ২৭, পাকিস্তান ৬১ ও শ্রীলঙ্কা ৬২তম অবস্থানে রয়েছে। আর প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ১১৯ ও যুক্তরাজ্য ১৪০তম। সূত্র: সমকাল

আলোচনার কেন্দ্রে ভোট পেছানো

জাতীয় সংসদ নির্বাচনের ভোট পেছানো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নির্বাচন পেছাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ওই আহ্বানের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ আলোচনার প্রসঙ্গে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রাজনৈতিক সমঝোতা হলে এবং বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে তারা পুনঃতফশিলের বিষয়টি বিবেচনা করবে। তবে তা আগামী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর পুনঃতফশিল করা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে। অন্যথায় বিদ্যমান তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন। সোমবার পর্যন্ত নির্বাচন পেছাতে ইসির কাছে কোনো পক্ষ থেকে অনুরোধও আসেনি। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। একাধিক নির্বাচন কমিশনারের সঙ্গে আলাপ করে জানা গেছে, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ করতে চায়। বর্তমান কমিশন কোনোভাবেই সংবিধানের বাইরে যাবে না। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলে পুনঃতফশিলের কথা বিবেচনা করবে। সূত্র: যুগান্তর

ভ্রমণ ভিসায় এসে চাকরি করেন এমপি নদভীর পাকিস্তানি বন্ধু

নাগরিক পাকিস্তানের, বহুদিন ধরে বসবাস দুবাইয়ে, ভ্রমণ ভিসায় বেড়াতে এসে চাকরি করছেন বাংলাদেশে। এই ব্যক্তির নাম মোহাম্মদ আমিন নদভী। বন্ধুত্বের মূল্য দিতে তাঁকে অবৈধভাবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (আইআইইউসি) চাকরির সুযোগ করে দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে চাকরি করার সুযোগ নেই। কোনো বিদেশিকে এখানে চাকরি দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী ভিসাও নিতে হয়। কিন্তু এসব নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানি বন্ধুকে আইআইইউসির ক্যাম্পাস কো-অর্ডিনেটর পদে চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমপি নদভী। প্রতি মাসে তাঁর পেছনে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে খরচ করা হচ্ছে ৫ লাখ টাকা। যদিও ওই ব্যক্তির ভিসায় ‘চাকরি বারণ’ কথাটা লেখা আছে স্পষ্টাক্ষরে। সূত্র: আজকের পত্রিকা।

লোকসানে বিপিসি, মুনাফায় ভাসছে অঙ্গ প্রতিষ্ঠান
দেশে পেট্রোলিয়াম পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ তথা জ্বালানি তেলের সবকিছুর নিয়ন্ত্রক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এই প্রতিষ্ঠানটি জ্বালানি তেল আমদানি করে এখন বিপুল লোকসানে রয়েছে। তবে মূল কোম্পানি লোকসানে থাকলেও তেল পরিবহন করে সাবসিডিয়ারি বা অঙ্গ প্রতিষ্ঠানগুলোর মুনাফায় উল্লম্ফন দেখা দিয়েছে। ২০২২-২৩ হিসাব বছরে সাবসিডিয়ারি কোম্পানিগুলোর নিট মুনাফায় ৮৩ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিপিসির সাবসিডিয়ারি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। পর্যালোচনায় দেখা গেছে, টানা সাত বছর মুনাফায় থাকার পর ২০২১-২২ হিসাব বছর থেকে ফের লোকসানে ফিরে আসে বিপিসি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় ক্ষতির মুখে পড়ে সংস্থাটি। ২০২২ সালের আগস্টে সরকার সব ধরনের জ্বালানি তেলের মূল্য ৪২ থেকে প্রায় ৫২ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরও বিপিসি লোকসানে রয়েছে। সূত্র: দেশ রুপান্তর

সাতক্ষীরায় ভূগর্ভের পানিতে আর্সেনিক দূষণের মাত্রা সর্বোচ্চ ৬১%

উপকূলীয় জেলা সাতক্ষীরার ছয়টি উপজেলায় ব্যাপক আকার ধারণ করেছে আর্সেনিক দূষণ। এ অঞ্চলের ভূগর্ভের পানিতে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে একটি উপজেলায় সহনশীল মাত্রায় রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পানিতে সর্বোচ্চ ১৫ শতাংশ আর্সেনিক মানবদেহের জন্য সহনশীল। সেখানে জেলার টিউবওয়েল বা ভূগর্ভের পানিতে সর্বোচ্চ ৬১ শতাংশ পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে যা মানবদেহের জন্য ভয়ানক ক্ষতির কারণ। বিশেষজ্ঞদের মতে, আর্সেনিক হলো একটি রাসায়নিক পদার্থ। ভূগর্ভে আর্সেনিকের সৃষ্টি হয়। নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে অতিরিক্ত আর্সেনিক খাবার পানির সঙ্গে মিশে সৃষ্টি হয় দূষণ। আর্সেনিক আক্রান্ত হলে মানুষের চামড়ার ওপর ছোট ছোট কালো দাগ এবং হাত ও পায়ের চামড়া শক্ত হয়ে যায়। কিছুদিন এভাবে থাকার পর কোনো কোনো রোগীর চামড়া ও প্রস্রাবের থলি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আবার আরো কারো লিভার ও ফুসফুসের ব্যাধিও দেখা দিতে পারে। ফুসফুসের অসুখে কাশি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। দুর্বলতা ও শ্বাসকষ্টের ফলে অনেকে ভালোভাবে কাজকর্ম করতে পারেন না। শরীরে দুর্বলতাও দেখা দেয়। সূত্র: বণিক বার্তা ।

গ্যাস চুরির দায় ভাগাভাগি
বছরে অপচয় ১২ হাজার ৮০০ কোটি টাকা। বাড়ছে বিতরণ কোম্পানির কারিগরি ক্ষতি। চলছে পেট্রোবাংলা-জিটিসিএল চিঠি চালাচালি।

গ্যাসক্ষেত্র থেকে নিয়ে বিতরণ কোম্পানির কাছে গ্যাস সরবরাহ করা হয় সঞ্চালন লাইনে। এরপর বিতরণ লাইনের মাধ্যমে তা গ্রাহকের কাছে পৌঁছায় ছয়টি বিতরণ কোম্পানি। অবৈধ সংযোগ দিয়ে গ্যাস চুরির অভিযোগ আছে এসব কোম্পানির বিরুদ্ধে। এসব গ্যাস কারিগরি ক্ষতির (সিস্টেম লস) নামে অপচয় ধরে চালিয়ে দেওয়া হয়। এ ক্ষতির পরিমাণ বাড়ছে। এখন এর কিছুটা ভাগ করে চাপানো হয়েছে সঞ্চালন লাইনে।জ্বালানিবিশেষজ্ঞরা বলছেন, পাইপলাইন থেকে গ্যাস বের হয়ে যাওয়ার সুযোগ নেই। তবে পাইপলাইনে নানা কারণে ছিদ্র তৈরি হতে পারে। আন্তর্জাতিক মান অনুসারে বিতরণ লাইনে সর্বোচ্চ শূন্য দশমিক ২০ থেকে শূন্য দশমিক ৩০ শতাংশ গ্যাস অপচয় হতে পারে। আর উচ্চ চাপের সঞ্চালন লাইন থেকে গ্যাস অপচয়ের কোনো সুযোগ নেই।গ্যাস সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। গত জানুয়ারি থেকে তাদের ওপর যে কারিগরি ক্ষতির দায় চাপানো হয়েছে, তা তাদের মোট সরবরাহের ৩ শতাংশ। এ গ্যাসের দাম পরিশোধ করার জন্য দফায় দফায় তাদের চিঠি দিচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তারা অপারগতা প্রকাশ করে এটি প্রত্যাহারের আবেদনও করেছে। অবশ্য তাতে রাজি হচ্ছে না পেট্রোবাংলা। সূত্র: প্রথম আলো

তথ্যভাণ্ডার: ‘ব্যাকআপ ডিজাস্টার রিকভারি’ জানুয়ারির মধ্যে

বঙ্গবন্ধু হাইটেক সিটির বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডে (বিডিসিসিএল) প্রায় ১২ কোটি নাগরিকের জাতীয় তথ্যভাণ্ডারের নিরাপদ ‘ব্যাকআপ’ নিশ্চিতে ডেটা সংরক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি চুক্তি করার পর প্রয়োজনীয় কারিগরি কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ও বিডিসিসিএল। এ কাজ শেষ হলে দুর্যোগ বা অন্য কোনো কারণে তথ্যভাণ্ডারের ঝুঁকি এড়াতে নির্বাচন ভবনের বাইরে বিকল্প একটি ‘ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)’ স্থাপন নিশ্চিত হবে বলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন।ডেটাবেইজের তথ্য সুরক্ষার বিষয়ে (গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে) ডিআরএস স্থাপনের জন্য চলতি বছরের বাজেটে বরাদ্দও রাখা রয়েছে। ডেটা সেন্টারের সক্ষমতা বাড়ানো, ডিজাস্টার রিকভারি সাইট আপগ্রেডেশন ও স্বয়সম্পূর্ণকরণ, ভোটার ডেটাবেজের আধুনিকায়ন, প্রয়োজনীয় সফটওয়্যার যুক্ত করা, আইসিটি ইকুইপমেন্টের সংস্থান এবং সাপোর্ট সার্ভিস নবায়ন নিশ্চিত করা হবে এর আওতায়।ইসির এনআইডি উইংয়ের কর্মকর্তারা জানান, ডেটা ব্যাকআপ সাইট স্থাপনে আইডিএ প্রকল্পের আওতায় সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক সুইচ স্থাপনের কাজ হয়েছে। ব্যাকআপ সলিউশন সফটওয়্যার স্থাপন করে এর কাযকারিতা যাচাই ও ডেটা ব্যাকআপ চলমান রয়েছে। সূত্র: বিডি নিউজ