আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

ইমরানের সাবেক উপদেষ্টার ওপর ‘অ্যাসিড হামলা’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সাবেক এক উপদেষ্টা বলেছেন তাঁর ওপর অ্যাসিড হামলা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত মির্জা শাহজাদ আকবর বলেন, বাড়ির সামনেই তাঁর ওপর এ হামলা চালানো হয়।
আকবর বলেন, হামলা থেকে তাঁর চোখ রক্ষা পেয়েছে, তবে শরীরের অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ বলেছে, তারা এ ঘটনায় তদন্ত চালাচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি।শাহজাদ আকবর ইমরান খানের উপদেষ্টা ছিলেন। গত বছর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন অভিযোগে তিনি কারাগারে ছিলেন। তবে শাহজাদ আকবরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশে তাঁর বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে। যদিও তাঁর এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সরকার।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) উর্দুতে এক পোস্টে আকবর বলেন, হামলাকারী অ্যাসিড ছুড়ে দৌড়ে পালিয়ে যায়। এক্সে ইংরেজিতে আরেক পোস্টে আকবর বলেন, ‘যারা এমন কাজ করছে, তাদের আমি ভয় পাব না। মাথা নত করব না।’সূত্র: প্রথম আলো

গাজায় ইসরায়েলি হামলা
যুদ্ধবিরতির পর বড় লড়াইয়ের শঙ্কা
* ইসরায়েল ও হামাস পরস্পরকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর * যুদ্ধবিরতি অব্যাহত রাখার পেছনে রয়েছে জোরালো কারণ

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের নাজুক বিরতি আশ্চর্যজনকভাবে টিকে গেছে। তবে এই বিরতি থেকে একটি বিষয় নিশ্চিত, কোনো পক্ষেরই অন্যের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই এবং প্রত্যেকেই অন্য পক্ষকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। তাই দুই পক্ষের যে অভিন্ন স্বার্থ থেকে এই যুদ্ধবিরতি চুক্তি আলোর মুখ দেখেছে, তা কত দিন অটুট থাকবে সেটিই এখন বড় প্রশ্ন।ইসরায়েলে মুক্তি পাওয়া জিম্মি ও ফিলিস্তিনি এলাকায় ছাড়া পাওয়া কারাবন্দিদের পরিবারের সঙ্গে আবেগঘন পুনর্মিলন চলেছে কয়েক দিন ধরে। তবে এখনো সংখ্যাগরিষ্ঠ জিম্মি হামাসের হাতে আটক থাকা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্দশা যুদ্ধের নির্মম চিত্র আর সংখ্যাকেই নির্দেশ করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থ্যাংকসগিভিংয়ের ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফেরার পর গোচরে আসা কিছু বিষয় ইঙ্গিত দিচ্ছে, শিগগিরই যুদ্ধ আবার শুরু হতে পারে। এমনকি এবার আরো জটিল ও ব্যয়বহুল হতে পারে তা। যদিও শেষ পর্যন্ত মৃদুভাবে হলেও আশা করা হচ্ছিল, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল সোমবারই চুক্তি শেষ হবে না। সূত্র: কালের কণ্ঠ

সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কী?

কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তার শেষ দিন ছিল গতকাল। শুক্রবার গাজার স্থানীয় সময় সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা গতকাল রাত পর্যন্ত চলার কথা। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ছে কি না তা জানা যায়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের চার দিনের সাময়িক যুদ্ধবিরতি হয়তো ইসরায়েলি সামরিক বাহিনী-আইডিএফকে বাড়িয়ে নয় দিন দেরি করাবে। তবে সেটা নির্ভর করছে হামাস কতজন জিম্মিকে মুক্তি দিতে চায় তার ওপর। ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্বাস, জিম্মি মুক্তির এই প্রক্রিয়া শেষ হলেই, গাজার নিয়ন্ত্রণ নেওয়ার যে যুদ্ধ, সেটা আবারও শুরু হবে এবং তা শেষ হতে এক সপ্তাহ থেকে ১০ দিন লাগতে পারে। কিন্তু যদি ইসরায়েলি বাহিনী এরপর গাজার দক্ষিণে মনোযোগ দেয়, যার বেশ পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তখন পরিস্থিতি কী দাঁড়াবে? ইসরায়েল শপথ নিয়েছে, হামাস যেখানেই থাকবে, তাদের ধ্বংস করা হবে। ধারণা করা হচ্ছে এই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফ, আরও যোদ্ধাদের সঙ্গে দক্ষিণেই কোথাও আছেন এবং খুব সম্ভবত ইসরায়েলি জিম্মিদের একটা বড় অংশও তাদের সঙ্গে আছে। সূত্র: বিডি প্রতিদিন ।

Nagad

গাজায় যুদ্ধবিরতি: দুই পক্ষের আরও ৪৪ জন মুক্ত

ফিলিস্তিনের অবরুদ্ধ এলাকা গাজার শাসকগোষ্ঠী হামাস ও ইসরাইলের সম্মতিতে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতি বর্ধিত করার পর আরও ১১ ইসরাইলি ও ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার গভীর রাতে হামাস তিন বছর বয়সী যমজ শিশুসহ আরও ১১ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। এ নিয়ে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির মোট সংখ্যা ৫০ জনেরও বেশি বলে জানিয়েছে দেশটি। মুক্তি পাওয়া ইসরাইলি বন্দিদের মধ্যে ফ্রান্স, জার্মানি বা আর্জেন্টিনার দ্বৈত নাগরিকও ছিল। খবর বিবিসির। বিনিময়ে ৩৩ ফিলিস্তিনিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে ৩০ জন শিশু এবং তিনজন নারী।গত ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় হামাস ইসরাইল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।হামাসের হামলার পর ওইদিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইলের সামরিক বাহিনী। ৪৮ দিন ধরে তাদের অবিরাম হামলায় গাজার বাসিন্দা সাড়ে ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। কাতারের মধ্যস্থতায় ৪৮ দিন পর তারা হামলা থামিয়ে যুদ্ধে চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরাইল। সূত্র: যুগান্তর

মিয়ানমার পরিস্থিতি
জান্তার সঙ্গে শান্তি সংলাপে বসছে না ঐক্য সরকার

জান্তা সেনাদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াই বন্ধে জাকার্তায় মিয়ানমারের বিবদমান সব পক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া। গত সপ্তাহে দেশটি এক বিবৃতিতে বলেছিল, জাকার্তার মধ্যস্থতায় সংঘাত বন্ধে জান্তা সরকার, বিদ্রোহী ও বেসামরিক জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নিয়ে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপ’ হতে চলেছে। কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই দাবি প্রত্যাখ্যান করেছে এনইউজি। তারা বলছে, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সামরিক জান্তার সঙ্গে সংলাপের কোনো পরিকল্পনা নেই। খবর ইরাবতির।ইন্দোনেশিয়ার ওই বিবৃতি মিয়ানমারের গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। কারণ, বিবৃতি বোঝায়– বিরোধীরা জান্তার সঙ্গে সংলাপে রাজি। এনইউজির উপপররাষ্ট্রমন্ত্রী ইউ মো জাও বলেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বিভ্রান্তিকর। বিবৃতিতে এনইউজির নাম দেওয়া হয়েছিল। কিন্তু এতে ভুল বোঝাবুঝি এড়াতে বিবৃতি দিল এনইউজি। তিনি বলেন, ‘জান্তার সঙ্গে সংলাপ চাই– আমরা এমনটা কখনোই ইঙ্গিত দেইনি। গণতন্ত্র প্রতিষ্ঠার শর্ত পূরণ হলেই শুধু আলোচনা হতে পারে।’ সূত্র: সমকাল

শর্ত সাপেক্ষে গাজায় যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ছে

গাজায় চার দিনের যুদ্ধবিরতি আজ সোমবার শেষ হয়েছে। এই বিরতির পর গাজায় কী হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল বিশ্বজুড়ে। তবে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস ও মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতার। বাংলাদেশ সময় সোমবার রাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চার দিনের যুদ্ধবিরতি বাড়াতে হামাস ও কাতারের শেষ চেষ্টা সফল হয়েছে। হামাসের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘কাতার ও মিসরের ভাইদের মধ্যস্থতায় আমরা চলমান যুদ্ধবিরতি একই শর্তে আরও দুই দিন বাড়ানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছি।’ সূত্র: আজকের পত্রিকা।

মিথেন দূষণে বাড়তি নজর

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৮ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে। এটি সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দ্বিতীয় প্রধান গ্রিন হাউজ গ্যাস মিথেনের দূষণ কমাতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ভাবছেন। সামগ্রিকভাবে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে বাঁচতে বিশ্ববাসীর সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা এখন আলোচনার কেন্দ্রে। ২০২১ সালে বিশ্বের ১৫০টির বেশি দেশ প্রতিশ্রুতি দেয়, ২০২০ সালে মিথেন দূষণ যে মাত্রায় ছিল ২০৩০ সালের মধ্যে তা থেকে ৩০ শতাংশ হ্রাস করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বে বৈশি^ক মিথেন দূষণ হ্রাসের অঙ্গীকার করা হয়েছিল। তবে কীভাবে করা হবে, তা নিয়ে বিস্তারিত কোনো বর্ণনা ছিল না। সূত্র: দেশ রুপান্তর

প্রাচীন বরফের হিমায়িত গ্রন্থাগারে জলবায়ুর অতীতের গল্প

মানবসৃষ্ট দূষণের আগে বায়ুমণ্ডলের অবস্থা বোঝার একমাত্র উপায় বরফের এসব টুকরা। ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের তুষার ও বরফবিদ্যা বিষয়ের অধ্যাপক জর্গেন পিডার স্টিফেনসেন আশা প্রকাশ করেন, এ বরফভান্ডার থেকে তারা ১০০ বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পূর্বাভাস দিতে সক্ষম হবেন।
জুলিয়াস সিজার বা ক্রিস্টোফার কলম্বাস যে বাতাসে শ্বাস নিয়েছিলেন সেটি কেমন ছিল তা কি বোঝা সম্ভব? এ প্রশ্নের উত্তর মিলেছে ডেনমার্কের একটি বরফ সংরক্ষণাগারে, যেখানে কয়েক হাজার বছরের প্রাচীন বরফ সংরক্ষিত রয়েছে। বিষয়টি আশ্চর্যের মনে হলেও এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।সংরক্ষণাগারটির নাম দি আইস কোর আর্কাইভ। এটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত। প্রাচীনকালের বরফ সংরক্ষিত রয়েছে এই বিশাল এই ফ্রিজারে। আর এসব বরফে জড়িয়ে আছে কয়েক হাজার বছর আগের বায়ুমণ্ডলের চিত্র। বিজ্ঞানীরা বলছেন, প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীর জলবায়ুর যে পরিবর্তন তা সংরক্ষিত এই বরফ থেকে বোঝা সম্ভব। অর্থাৎ সিজার বা ক্রিস্টোফার কলম্বাসরা যে বাতাসে শ্বাস নিয়েছিলেন এসব বরফ থেকে সেই বাতাস সম্পর্কে জানা যাবে। ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের তুষার ও বরফবিদ্যা বিষয়ের অধ্যাপক জর্গেন পিডার স্টিফেনসেন বলেন, এই আর্কাইভে প্রাগৈতিহাসিক জলবায়ুর পরিবর্তনের তথ্য রয়েছে, যা গত ১০ হাজার বছরে মানুষের কার্যকলাপের একটি সংরক্ষণাগার। ৪৩ বছর ধরে স্টিফেনসেনের নেশা বড় বড় এসব বরফের টুকরা। ১৯৯১ সাল থেকে তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম এই সংরক্ষণাগারটি পরিচালনা করে আসছেন। এখানে বড় বড় বাক্সে লম্বা সারির তাকগুলোতে বরফের ৪০ হাজার বড় বড় টুকরা সাজিয়ে রাখা হয়েছে। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

ইউটিউবে যেভাবে শিশুদের কাছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে

বিজ্ঞানসম্মত কনটেন্টের আড়ালে ইউটিউবে ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, ২০টিরও বেশি ভাষায় এরকম ভিডিও দেখতে পেয়েছে বিবিসি। যেসব ইউটিউব চ্যানেল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও বানায়, সেসব ভিডিওতে বিজ্ঞানের ভুল তথ্য খুঁজে পেয়েছে বিবিসির গ্লোবাল ডিসইনফরমেশন টিম। আর এসব ভিডিও আবার শিশুদের কাছে ‘শিক্ষামূলক কনটেন্ট’ হিসেবে সামনে আসছে।আমরা ২০টিরও বেশি ভাষায় ৫০টির উপর ইউটিউব চ্যানেল শনাক্ত করেছি, যেগুলো বলছে যে তারা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ক কনটেন্ট বানায়, কিন্তু এসবের আড়ালে আসলে তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।যার মধ্যে রয়েছে এমন কিছু বিষয় যেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে দাবি করা হয় কিন্তু আসলে নেই। সূত্র: বিবিসি বাংলা ।

‘প্রফেট সং’ উপন্যাসের জন্য বুকার জিতলেন লেখক পল লিঞ্চ

উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য এ বছর ‘বুকার’ পুরস্কার জিতেছেন আইরিশ লেখক পল লিঞ্চ। সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচজন প্রতিযোগীকে পেছনে ফেলে লিঞ্চ এই পুরস্কার জিতে নিয়েছেন। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ২৬ নভেম্বর লন্ডনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘বুকার’ পুরস্কারের জন্য বিজয়ী হিসেবে আইরিশ লেখক পল লিঞ্চের নাম ঘোষণা করা হয়।আয়ারল্যান্ডের উপর নেমে আসা অত্যাচার নিয়ে লেখা কাল্পনিক এই উপন্যাসের ব্যাপারে খুব বেশি আশাবাদী ছিলেন না। তিনি বলেন, বইটি লেখা সহজ ছিল না আমার যুক্তিবাদী সত্ত্বা মনে করছিল, আমি এই উপন্যাসটি লিখে আমার ক্যারিয়ার ধ্বংস করছি। তারপরও আমাকে বইটি লিখতে হয়েছিল। এই ধরনের বিষয়ে আমাদের বিকল্প কিছু করার থাকে না। উপন্যাসে আয়ারল্যান্ডকে একটি নব্য ফ্যাসিবাদী জাতীয়তাবাদী সরকারের শাসনের অধীনে কল্পনা করা হয়েছে। অস্থির সময়কালের প্রেক্ষাপটের এই গল্পে ইউনিয়ন নেতা ও শাসনের অনুভূত শত্রুদের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। যার কারণে দেশটিতে গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক পতনের সৃষ্টি হয়। সূত্র; বাংলানিউজ