আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

ডেনমার্কের রানি হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মেয়ে

২০০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় অস্ট্রেলিয়ার সিডনির স্লিপ ইন বারে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন যুবরাজ ফ্রেডরিক। সেখানে তাঁর সঙ্গে ম্যারির দেখা হয়। ম্যারি তখন অস্ট্রেলিয়ায় একজন বিজ্ঞাপন নির্বাহী হিসেবে কাজ করতেন। পরে ম্যারি আবিষ্কার করলেন ফ্রেডরিক ডেনমার্কের যুবরাজ। এমনকি তাঁর বন্ধুরা ইউরোপীয় অনেক রাজপরিবারের সদস্য। তাঁদের মধ্যে ফ্রেডরিকের ছোট ভাই প্রিন্স জোয়াচিম, চাচাতো ভাই গ্রিসের প্রিন্স নিকোলাস রয়েছেন।বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ম্যারি বলেছিলেন, ‘প্রথমবার যখন আমাদের দেখা হয়, আমরা দুজন হাত মিলিয়েছিলাম।’ম্যারি বলছিলেন, ‘আমি জানতাম না, তিনি ডেনমার্কের যুবরাজ। আধা ঘণ্টা পর একজন এসে আমাকে বলেছিলেন, ‘আপনি কি জানেন, এঁরা কারা?’ সূত্র: প্রথম আলো

সোলেইমানির কবরের কাছে বিস্ফোরণে নিহত শতাধিক
* ইরানের কুদস ফোর্সের প্রধান ছিলেন কাসেম সোলেইমানি * হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরি লেবাননে নিহত

ইরানের রেভল্যুশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির কবরের কাছে জোড়া বিস্ফোরণে অন্তত ১০৩ জন নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে সোলেইমানির জন্মস্থান কেরমান শহরের সাহেব আল-জামান মসজিদের কাছে একটি কবরস্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ওই কবরস্থানেই সোলেইমানিকে সমাহিত করা হয়েছে।
সোলেইমানির মৃত্যুর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
কেরমান প্রদেশের ডেপুটি গভর্নর বলেছেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা।’ ইরানের মিত্র হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরি লেবাননের বৈরুতে ড্রোন হামলায় নিহতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল।দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে সংবাদ সংস্থা ফার্স জানায়, এসব বিস্ফোরণে অন্তত ১০৩ জন নিহত ও ১৪১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেরমানের মেয়র সাঈদ তাবরিজি। তাঁর বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ জানায়, ১০ মিনিটের ব্যবধানে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে কেরমান প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লাহ বলেন, ‘আমাদের উদ্ধারকারী দল আহতদের সরিয়ে দিচ্ছে…, কিন্তু জনতার ভিড় রাস্তা আটকে দিয়েছে। সূত্র: কালের কণ্ঠ

জেনারেল কাসেম সোলাইমানির স্বরণসভা
ইরানে জোড়া বোমা হামলায় নিহত বেড়ে শতাধিক

জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকীর স্মরণসভায় দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও আহত রয়েছেন ১৪১ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানের সাহেব আল-জামান মসজিদের নিকটে লোকজন মিছিল বের করলে তাতে বোমা হামলা চালানো হয়।কেরমানের ডেপুটি গভর্নর একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে লোকজনের মরদেহ পড়ে রয়েছে।
বুধবার হাজার হাজার লোক জেনারেল কাসেম সোলাইমানির মাজারের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেখানে আজ সোলাইমানির স্বরণে সভা হওয়ার কথা ছিল। সূত্র: সমকাল

Nagad

ব্যাট ছাড়াই খেলবে পিটিআই
ইসিপির সিদ্ধান্ত বহাল আদালতে

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) গত ২২ ডিসেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আন্তঃদলীয় নির্বাচনকে ‘অসাংবিধানিক’ ঘোষণা দিয়ে কেড়ে নিয়েছিল তাদের দলীয় নির্বাচনি প্রতীক ‘ব্যাট’। পরবর্তী সময়ে ইসিপির এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পেশোয়ার হাইকোর্টের (পিএইচসি) দ্বারস্থ হয় ইমরান খানের দল। গত ২৬ ডিসেম্বর পিএইচসি পিটিআই-এর আন্তঃদলীয় নির্বাচনকে অসাংবিধানিক ঘোষণা করার পাশাপাশি ‘ব্যাট’ প্রতীক বাতিলের ইসিপির ঘোষণাকে ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছিল। তবে বুধবার ইসিপির আগের সিদ্ধান্তকেই পুনর্বহাল করেছে পিএইচসি। আদালতের এমন রায়ের পর নির্বাচনের মাঠে এবার প্রিয় প্রতীক ‘ব্যাট’ ছাড়াই খেলতে হবে পিটিআইকে। আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই দলের সদস্যদের। তবে পিএইচসির এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের (এসসি) দ্বারস্থ হবে বলে জানিয়েছে পিটিআই। ডন, জিইও নিউজ। এর আগেই (সোমবার) দলীয় প্রতীক ব্যাট না পেলেও পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই অংশগ্রহণ করবে বলে জানিয়েছিলেন দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর গোহর খান। পিএইচসির রায়ের পরপরই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থায়ই বয়কটের দিকে যাব না। আমরা এসসিকে অনুরোধ করব যে ‘ব্যাট’ দরকার নেই, অন্য কোনো প্রতীক দিন। আইন বলে যে রাজনৈতিক দল ও তাদের প্রার্থীদের একটি সাধারণ প্রতীক থাকা দরকার, তা যাই হোক না কেন।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে সুপ্রিমকোর্টের কাছে যাব। সুতরাং আমরা এসসিকে অনুরোধ করছি, আমরা আগামীকাল আপনার কাছে আসব। আমাদের এই দয়া করুন আর আমাদের কথা শুনুন।’ সূত্র: যুগান্তর

ভার্চুয়াল’ গণধর্ষণের শিকার ব্রিটেনের কিশোরী!

যত সময় যাচ্ছে ততই যেন রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে ফারাক কমে আসছে। আর এ পরিস্থিতিতে জন্ম নিচ্ছে নতুন নতুন অপরাধও। এবার ব্রিটেনে ১৬ বছরের এক কিশোরী গণধর্ষিতা হলো মেটাভার্সে! শুনতে আশ্চর্য লাগলেও এমনই অভিযোগ। বলা হচ্ছে, যদিও শারীরিকভাবে ধর্ষণ হয়নি, তবু নির্যাতিতা কিশোরী একই রকম মানসিক আঘাত পেয়েছে যা একজন ধর্ষিতাকে পেতে হয়। ভার্চুয়াল মাধ্যমে ওই ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। ভার্চুয়াল মাধ্যমে ‘ধর্ষণের’ ঘটনার অভিযোগে বিশ্বে সম্ভবত এটাই প্রথম পুলিশি তদন্ত। মেটাভার্স ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়াকে ‘জ্যান্ত’ করে তুলছে। সহজভাবে বললে এটা একটা ত্রিমাত্রিক কল্পবিশ্ব। আর সেখানেই এ পাশবিক আক্রমণের মুখে পড়তে হলো ওই কিশোরীকে! তার অভিযোগ, সে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে একটি গেম খেলছিল (কোন গেম তা এখনো জানা যায়নি)। আর তখনই তার ডিজিটাল অবতারকে গণধর্ষণ করে কয়েকজন অনলাইন দুষ্কৃতি। তদন্তের সঙ্গে জড়িত এক সিনিয়র পুলিশ অফিসার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ‘ওই কিশোরীকে একই রকম মানসিক ট্রমার শিকার হতে হয়েছে, যা শারীরিকভাবে ধর্ষিতাকে হতে হয়। আর এই মানসিক আঘাত শারীরিক ক্ষতের থেকে দীর্ঘস্থায়ী হয়।’ তবে এ ধরনের অপরাধের মোকাবিলা বর্তমান আইন ব্যবস্থায় করা কঠিন বলেও জানান তিনি। সূত্র: বিডি প্রতিদিন ।

যুক্তরাষ্ট্রে মসজিদের সামনে ইমামকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি মসজিদের সামনে ইমামকে গুলি করা হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরের দিকে অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহরে নিউওয়ার্কের মসজিদ-ই মোহাম্মদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এখনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোর ৬টার দিকে মসজিদ-ই মোহাম্মদ থেকে মাত্র কয়েক মিটার দূরে ইমাম হাসান শরীফকে গুলি করা হয়। যখন তাঁকে গুলি করা হয় তখন তিনি তাঁর গাড়ির ভেতরে বসে ছিলেন। দ্রুতই তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বুধবার বিকেলের দিকে মারা যান তিনি। নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেছেন, ‘আমি জানি, বৈশ্বিক ঘটনাপ্রবাহের আলোকে ও অনেক সম্প্রদায়ের—বিশেষ করে মুসলিম সম্প্রদায়—প্রতি নির্দেশিত পক্ষপাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা অনুভব করছি যে, এই মুহূর্তে নিউ জার্সিতে অনেকেই আছেন যারা এই হত্যাকাণ্ডের খবরে ব্যাপক ভীত ও উদ্বিগ্ন।’ সূত্র: আজকের পত্রিকা।

সোলাইমানির সমাধিতে বোমা হামলা
শোকের মাঝে প্রতিশোধের হুঙ্কার ইরানের

ইরানের কেরমানে বোমা হামলায় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শত্রুদের সমুচিত জবাব ও প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এক বার্তায় বলেছেন, ‘অপরাধীরা কমান্ডার কাসেম সোলাইমানির সমাধিতে যাওয়া জনগণের মাঝে যে ভালবাসা এবং উদ্দীপনা দেখেছে, সেটা সহ্য করতে পারে নি’। খামেনেয়ি আরও বলেন, ‘সোলাইমানির আদর্শের সেনারা শত্রুদের ওই জঘন্য অপরাধ সহ্য করবে না। নিরপরাধ মানুষদের রক্তে রঞ্জিত তাদের হাত। এখন থেকে তারা কঠোর দমন ও ন্যায়বিচারের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হবে। তারা জেনে রাখুক, আল্লাহ চাইলে এই বিপর্যয়ের কঠোর জবাব দেওয়া হবে।’ সূত্র: দেশ রুপান্তর

বৈরুতে হামাসের উপ-প্রধানের মৃত্যুর পর গাজার যুদ্ধ আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা

লেবাননের বৈরুতে মঙ্গলবার ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপ-প্রধান সালেহ আল-আরোরির (৫৭) মৃত্যু হয়েছে। লেবানন ও ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র জানিয়েছে, আরোরির হত্যাকাণ্ড গাজায় চলমান যুদ্ধকে ফিলিস্তিনের বাইরে ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি তৈরি করেছে। প্রায় তিন মাস আগে হামাসের বিরুদ্ধে ইসরায়েল বিমান ও স্থল হামলা শুরুর পর থেকে হত্যার শিকার হওয়া সর্বোচ্চ রাজনৈতিক নেতা আরোরি। গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিদিনই গোলাগুলির ঘটনা ঘটছে।হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ লেবাননের মাটিতে কোনো ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এর কঠোর জবাব’ দেয়া হবে।হিজবুল্লাহ মঙ্গলবার জানিয়েছে, আরোরির মৃত্যুর পর তারা মারজের আশেপাশে একদল ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া ও অধিকৃত পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে। খবর আল জাজিরার। রুশ কর্মকর্তারা বুধবার জানান, বেলগোরোদ এবং রাশিয়ার দক্ষিণাঞ্চলের পাশাপাশি ক্রিমিয়ান উপদ্বীপেও ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
ইউক্রেনের দুই বড় শহর কিয়েভ ও খারকিভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। এরপরই রাতভর হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তারা বেলগোরোদে ইউক্রেনের ১২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আগের দিন ইউক্রেনের হামলায় একজনের প্রাণহানি ঘটে বলে জানান আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। তিনি জানান, সর্বশেষ হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হচ্ছে। বেলগোরোদের উত্তরে কুরস্কেও ইউক্রেন হামলা চালিয়েছে। এতে অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। আঞ্চলিক গভর্নর রোমান স্টারভয়েট টেলিগ্রামে এ তথ্য জানান। সূত্র: বাংলানিউজ

বিমানে আগুন লাগার পরও যেভাবে রক্ষা পেলেন জাপান এয়ারলাইন্সের সব যাত্রী

জাপানের টোকিওতে হানেদা বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে পাঁচ জন মারা গেছেন এবং শতাধিক যাত্রী রক্ষা পেয়েছেন।মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপান এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে পার্ক করে রাখা আরেকটি বিমানের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুটি বিমানেই আগুন ধরে যায়।আগুন ধরা অবস্থাতেই জাপান এয়ারলাইন্সের বিমানটি রানওয়েতে অবতরণ করে। মুহূর্তেই পুরো রানওয়ে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। জাপান এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজে সে সময় ৩৭৯ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে আটজন ছিল শিশু। তবে তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে-এর ওয়েবসাইটে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পার্ক করা কোস্টগার্ডের বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে পাঁচজন দুর্ঘটনায় মারা গেছেন এবং সেটির পাইলট আহত হয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্লাইট ৫১৬ বিমানটি ছিল উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। সূত্র: বিবিসি বাংলা।