নাশকতার অভিযোগ: বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

নাশকতার অভিযোগে ঢাকা মহানগর বিএনপির নেতা মোহাম্মদ নবী উল্লাহ ওরফে নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, নাশকতার অভিযোগে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে বেনাপোল এক্সপ্রেসে শুক্রবার সন্ধ্যায় নাশকতার আগুনে চারজনের মৃত্যুর পরই নবীকে গ্রেপ্তারের খবর দিলো পুলিশ। নবী উল্লাহ নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে তাতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান।

৭ জনুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের দিন রাতে এই ঘটনা ঘটে।

Nagad