শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের ১৫ কোটি টাকার সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তার ভাই শফিক আহমেদ সিদ্দিকের নামে থাকা ১৫ কোটি টাকা মূল্যের জমি ও ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এসব সম্পদের তদারকির জন্য একজন রিসিভারও নিয়োগ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবেদন করেন সংস্থার উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

আদেশে বলা হয়েছে, জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরে মোট ৩৩.৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন ১৯.৫০ শতাংশ জমিতে নির্মিত একটি দশতলা ভবনের অর্ধেক, যা ৬৭ শতাংশ জমির ওপর অবস্থিত।

দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়ায় সম্পদ জব্দের প্রয়োজন দেখা দেয়। অনুসন্ধান চলাকালে এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে গেলে তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

অভিযোগ অনুসারে, দুজনই অবৈধভাবে অর্জিত অর্থে সম্পদ ক্রয় করেছেন এবং তা গোপন রাখার চেষ্টা চালাচ্ছেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন আদালত।

Nagad