মাঠের ক্যাপ্টেন এখন সংসদ সদস্য
ক্যাপ্টেন সাকিব আল হাসান লম্বা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এবার যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। রাজনীতির মাঠে নিজের প্রথম লড়াইতেও সফলতা পেয়েছেন টাইগার ক্রিকেটের অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান মাগুরা-১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বড় ব্যবধানে জয় পেয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডাব মার্কা নিয়ে নির্বাচন করা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫৯৭৩ ভোট।


মাগুরা-১ এ মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি।
এরআগে দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হয় মাগুরায়। সকাল সকাল নিজের ভোট দেন সাকিব।
পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। সে সময় সকলকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।