গৌরীপুরবাসীর সেবক হয়ে থাকতে চাই : জয়ী হয়ে নিলুফার পপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, আজীবন গৌরীপুরবাসীর সেবক হয়েই থাকতে চান। এজন্য সবার দোয়াও কামনা করেছেন তিনি।
স্থগিত একটি কেন্দ্রে শনিবার (১৩ জানুয়ারি) সারাদিন ভোট গ্রহণের পর গণনা শেষে পপিকে বিজয়ী ঘোষণা করা হয়।


নৌকা প্রতীকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ টি। পপি বিজয়ী হয়েছে এক হাজার ৯২৫ভোটে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগও আসে।
এসব ঘটনার মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করা হয়। পরে ৮ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ১৩ জানুয়ারি ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে মোট ভোট কেন্দ্র ৯২টি, এরমধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয় সাত জানুয়ারি।
ওইদিন ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে সোমনাথ সাহার থেকে ৯৮৫ ভোটে এগিয়ে যান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলফার আনজুম পপি।
শনিবার সকাল আটটা থেকে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, চলে বিকেল চারটা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা।
গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার, এগিয়ে পপিগৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার, এগিয়ে পপি
পুনরায় এই কেন্দ্রে ভোট গ্রহণ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়। সকাল থেকেই মহড়া দিতে থাকে ভ্রাম্যমাণ আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সারাদিন ভোট চলে নির্বিঘ্নে। ভোটের সময় দুই প্রার্থীও যান ওই কেন্দ্রে। ভোটার উপস্থিতি হার ৫৪ দশমিক ৭৮ শতাংশ।
তিন হাজার ৩২ জন ভোটারের মধ্যে এদিন ভোট দিয়েছেন এক হাজার ৬৬১ জন। এরমধ্যে নৌকা পেয়েছে এক হাজার ২৯৫ ভোট, আর ট্রাক পেয়েছে ৩৫৫ ভোট।
প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া নিলুফার আনজুম পপি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবুল হাসিম ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার। পপির দাদা ছাবেদ হোসেন ১৯৭১ সালের ২১ আগস্ট হানাদার বাহিনীর গণহত্যায় শহিদ হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আনজুম পপি।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করে নির্বাচন কমিশন। এই আসনে নৌকা এগিয়ে থাকলেও ওই কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারের কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়।