নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজে হেরে গেল বাংলাদেশ
সৌম্য-হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং আর তাসকিন-শরিফুলের অসাধারণ বোলিং নৈপুন্যে জয়ের আশা জাগিয়েও লঙ্কানদের কাছে হেরে গেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের এই সিরিজে এখন ১-১ সমতা। তাই আগামী সোমবার (১৭ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেই হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান করে বাংলাদেশ। ওই রান তাড়া করতে নেমে ৪৭ ওভার ১ বলে জয় পায় সফরকারীরা। প্রথম ম্যাচ বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টিতে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে তারা।

