আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

রাজধানীর সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার শ্রাবনী নিটওয়্যার কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা সম্ভব হয়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, ‘আমাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ৭টার দিকে ঘটনা হওয়ায় কারখানায় শ্রমিক ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণসহ বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, ‘এতে কোনো হতাহত নেই। আগুন সম্পূর্ণ নেভানোর পর ক্ষয়ক্ষতিসহ আগুন লাগার কারণ জানা যাবে।’