ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে এমনটা ভাবা ঠিক হবে না। দুই দেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের ওপর ভিত্তি করে নয়।” তিনি আরও জানান, প্রথম দুই মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে, এরপর ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ অনুযায়ী সম্পর্কের কৌশল নির্ধারণ করা হবে।


উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই দলমুক্ত। বাইডেন প্রশাসনের আলোচ্য বিষয়গুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গেও সমানভাবে প্রাসঙ্গিক ছিল।