নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, আলু-পেঁয়াজসহ সবজির দাম বাড়ছেই
সরকার সাম্প্রতিক মাসগুলোতে বাজার স্থিতিশীল করতে বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিলেও নিত্যপণ্যের বাজারে মূল্যবৃদ্ধি কমছে না। মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের কষ্ট বাড়ছে প্রতিদিন। বিশেষ করে কিছু অত্যাবশ্যকীয় পণ্যের দাম লাফিয়ে বাড়ছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মতে, বাজারে কারসাজি করে মূল্য বৃদ্ধির জন্য কিছু সিন্ডিকেট কাজ করছে।
দুই সপ্তাহ আগেই আলুর দাম বাড়লেও কমার নাম নেই। শুক্রবার (৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ডায়মন্ড আলু বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে, যা অক্টোবরের শেষ সপ্তাহেও ছিল ৫০ টাকা। এছাড়া ছোট আকারের বিরিয়ানির আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজের দাম ১১০ টাকা কেজি, যা গত মাসে ছিল ৯০ টাকা।


দাম এমন চড়া থাকায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও বিক্রেতারা বলছে, এখন বেশির ভাগ সবজির মৌসুম শেষ, শীতে নতুন করে সবজি ওঠার সময় আসছে সামনে। তাই বাজার দর একটু বেশি।
আজকের বাজারে গোল বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, করোলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, শিম ১০০ টাকা, কচুর মুখি কেজি ৮০, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৮০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।