গ্যাস সংযোগে দুর্ভোগের অভিযোগ, দুর্নীতির সমালোচনা বাণিজ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

সংগৃহীত ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অভিযোগ করেছেন, গ্যাস সংযোগ পেতে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর বাসার সামনে বৃষ্টিতে দাঁড়াতে হয়েছে এবং লেকচার শুনতে হয়েছে।

শনিবার রাজধানীর এক হোটেলে বিসিআই আয়োজিত শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে আলোচনায় তিনি বলেন, “গ্যাস সংযোগের জন্য ৪০ কিলোমিটার পাইপলাইন নিজ খরচে স্থাপন করেছি। শুধু রাস্তা কাটতেই লেগেছে ২০ কোটি টাকা, যা দুর্নীতির চরম উদাহরণ।”

জ্বালানি খাতের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “জ্বালানি খাত পরিকল্পিত দুর্নীতির শিকার। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে চাঁদাবাজি ও ঘুষ মুক্ত পরিবেশ তৈরি হওয়ায় সমস্যাগুলো সমাধানের আশা রয়েছে।”

তিনি ব্যবসায়ী মহলের সহযোগিতা কামনা করে সৎ উদ্যোক্তাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।