রিয়াদে ভক্তদের ভিড়ে মুগ্ধ নগরবাউল জেমস, বারবার আসার আশ্বাস
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের অভূতপূর্ব সাড়া পেয়ে মুগ্ধ হয়েছেন নগরবাউল জেমস। প্রথমবার সৌদিতে পারফর্ম করেও দর্শকদের ভালোবাসায় আবেগাপ্লুত জেমস জানিয়েছেন, ভবিষ্যতে ডাক পেলে আবারও রিয়াদে ফিরতে চান।
গত শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে অনুষ্ঠিত এই কনসার্টে টিকিট বিক্রির রেকর্ড ছাড়িয়ে বিপুল সংখ্যক প্রবাসী ভক্তের উপস্থিতি ছিল। পার্কের বাইরেও অনেক দর্শকের ভিড় জমে।


জেমস বলেন, ‘রিয়াদে এসে এত ভালোবাসা পেয়েছি যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানকার দর্শকদের ধন্যবাদ জানাই। রিয়াদে আমি বারবার আসতে চাই।’
সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেমস আরও বলেন, ‘গ্লোবার হারমনি আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।’
উল্লেখ্য, সৌদির ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানের শিল্পীরাও অংশ নেন।