হাসনাত-সারজিসের বহরের গাড়ি দুর্ঘটনার শিকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেট কার।

জানা গেছে, চট্টগ্রামে উগ্রবাদীদের হাতে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত ও সারজিস। তাদের বহরে থাকা একটি গাড়ি ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে কেউ হতাহত হয়নি, তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।”

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।