জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
দেশের চলমান ইস্যু সমাধানে জাতীয় ঐক্যের ডাক দিতে আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি জানান, প্রধান উপদেষ্টা বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পরদিন বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যের লক্ষ্যে সবার সঙ্গে সংলাপ আয়োজনই এই বৈঠকের মূল উদ্দেশ্য।”