দক্ষিণ এশিয়ায় প্রথম: সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার স্বীকৃতি দিলো বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৫ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, “সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪”-এর মাধ্যমে বাংলাদেশ এই অধিকারকে আইনি স্বীকৃতি দিয়েছে।


উপদেষ্টা ফাইজ তাইয়্যেব বলেন, “অধ্যাদেশটি প্রযুক্তিগতভাবে উন্নত, মানবিক, এবং সাইবার স্পেস সুরক্ষিত করার পাশাপাশি নাগরিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করবে।”
জানা গেছে, “সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪” সরকারের প্রণীত পুরনো “সাইবার সিকিউরিটি অ্যাক্ট”-এর বিতর্কিত ধারা বাদ দিয়ে নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে। এতে ইন্টারনেট প্রাপ্তির অধিকার অন্তর্ভুক্ত করার পাশাপাশি, বেশিরভাগ ধারাকে জামিনযোগ্য করা হয়েছে এবং শাস্তির পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উপদেষ্টা ফাইজ তাইয়্যেব আরও বলেন, “নতুন এই আইনের মাধ্যমে সাইবার স্পেস যেমন নিরাপদ হবে, তেমনি এটি ভুক্তভোগীদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করবে।”