পরিচালক মোস্তফা কামাল রাজের মায়ের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের মা আফিয়া খাতুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আফিয়া খাতুন। দেশের একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছিল। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজের মায়ের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে নরসিংদীতে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে।

পরিচালকের সহকারী এবি রোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজের মায়ের মৃত্যুতে চলচ্চিত্র ও নাট্যজগতের সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তারা তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Nagad