গুমের অভিযোগ, শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

ফাইল ছবি

গত ১৫ বছরে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তার করে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

পরোয়ানায় নাম উল্লেখ করা অন্যদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছিল। নিরাপত্তা বাহিনীগুলো বিশেষত র‌্যাব, ডিবি, সিটিটিসি এবং ডিজিএফআই গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিল।”

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। গত ১৫ অক্টোবর থেকে বিচারিক কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল ইতোমধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের সময় গুম ও হত্যার অভিযোগের শুনানি শুরু করেছে। এসব ঘটনার সঙ্গে শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের কয়েক ডজন নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।

এবার গুমের ঘটনায় শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।

Nagad