ভারতে নতুন আতঙ্ক: এবার এইচএমপিভি ভাইরাসে দুই শিশুর সংক্রমণ
ভারতে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের খবর পাওয়া গেছে। বেঙ্গালুরুর দুটি শিশুর শরীরে নতুন এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
তিন মাসের এক শিশুর শরীরে এইচএমপিভির সংক্রমণ ধরা পড়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে আট মাস বয়সী আরও এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।


স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত শিশুদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। চীনে সম্প্রতি এই ভাইরাসের একটি রূপ ছড়ালেও বেঙ্গালুরুর আক্রান্তদের সঙ্গে সেই রূপের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এ পরিস্থিতিতে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জরুরি বৈঠক ডেকেছেন। স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা জানিয়েছেন, এইচএমপিভি ভারতে আগেও ছিল এবং সাধারণত এটি গুরুতর কোনো উদ্বেগের কারণ নয়। তবে এ ভাইরাসের রূপান্তর হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।