স্থগিত হওয়া পরিচালক সমিতির নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। নির্বাচনের তারিখ ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তা স্থগিত করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের প্রধান আবদুল লতিফ বাচ্চু। তিনি বলেন, “১০ জানুয়ারি ভোট হবে এবং আশা করছি, সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে পারব।”


এছাড়া নির্বাচনের স্থান নিয়ে শুরুতে জটিলতা ছিল, তবে জানা গেছে, এবার প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন এফডিসির বাইরে অনুষ্ঠিত হবে, যদিও স্থান এখনো চূড়ান্ত হয়নি।
নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু এবং তার সঙ্গে কমিশনে সদস্য হিসেবে রয়েছেন এ জে রানা ও বি এইচ নিশান।
এবারের নির্বাচনে দুটি পৃথক প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেল এবং শাহীন সুমন-শাহীন কবির টুটল প্যানেল নিজেদের প্রার্থীদের নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।
চলচ্চিত্র পরিচালক সমিতির ভোটার সংখ্যা বর্তমানে ৩৯২ জন, যেহেতু সম্প্রতি চার নির্মাতার মৃত্যু হয়েছে।