ইন্টারনেটসহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বৃদ্ধি, খরচ বাড়ছে
মোবাইল ফোন সেবা, ইন্টারনেট, হোটেল-রেস্তোরাঁ, সিগারেট, কোমল পানীয়সহ শতাধিক পণ্যে শুল্ক ও কর বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে দুটি অধ্যাদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়। জারি হওয়া অধ্যাদেশ দুটি হলো, ১. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।
এই অধ্যাদেশ কার্যকরের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী শতাধিক পণ্য ও সেবার শুল্ক ও কর বৃদ্ধি পেয়েছে।


যেসব পণ্যের খরচ বাড়ছে:
মোবাইলফোন সেবা: সিম বা রিম কার্ডের শুল্ক ২০% থেকে ২৩%। রেস্তোরাঁ সেবা: ভ্যাট ৫% থেকে ১৫%। ইন্টারনেট সেবা: ১০% ভ্যাট। সিগারেট: সর্বনিম্ন ৬৭% সম্পূরক শুল্ক। ফল ও বাদাম: ভ্যাট ২০% থেকে ৩০%। টিস্যু ও ডিটারজেন্ট: ভ্যাট ১০% থেকে ৩০%। এলপি গ্যাস: ভ্যাট ৫% থেকে ৭.৫%।
শুল্ক ও কর বৃদ্ধির ফলে মোবাইল সেবার খরচ, রেস্তোরাঁর খাবারের দাম, ইন্টারনেটের বিলসহ দৈনন্দিন জীবনযাত্রার খরচ বাড়বে। পাশাপাশি স্থানীয় বাজারের পণ্যের ওপর প্রভাব পড়বে, যা সাধারণ মানুষের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে।
অভ্যন্তরীণ উড়োজাহাজের আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে ৭০০ টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোতে ১,০০০ টাকা এবং অন্যান্য দেশে ৪,০০০ টাকা শুল্ক আরোপ করা হয়েছে।
সরকার বলছে, রাজস্ব আয়ের উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ পরিবর্তনে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ পড়ার আশঙ্কা রয়েছে।