বছরের শুরুতেই এল ক্লাসিকো: সুপারকোপার ফাইনালে বার্সা-রিয়াল দ্বৈরথ
ফুটবলপ্রেমীদের জন্য বছরের শুরুতেই বড় চমক। স্প্যানিশ সুপারকোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বব্যাপী আলোচিত এই লড়াই, যা “এল ক্লাসিকো” নামে পরিচিত, মাঠে গড়াবে আগামী ১২ জানুয়ারি।
গতকাল বৃহস্পতিবার সুপারকোপার সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগের দিন বুধবার অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে জায়গা করে নেয় বার্সেলোনা।


সেমিফাইনালে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং রদ্রিগো। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে দুর্দান্ত ফুটবল খেলে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। অপরদিকে, বার্সেলোনার হয়ে গোল করেন রবার্ট লেভানডফস্কি এবং ফ্রেংকি ডি ইয়ং। জাভি হার্নান্দেজের দলও দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
এল ক্লাসিকো মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং অনন্য আবেগ। ক্লাব ফুটবলের এই দুই পরাশক্তির লড়াই দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা। সুপারকোপার এই ফাইনাল নতুন বছরের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।