বেরোবিতে হলের সিট বণ্টন নিয়ে সংঘর্ষ, আহত ১০
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হলের সিট বণ্টন নিয়ে ইতিহাস ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু হলের সিট বণ্টন নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ও এমআইএস বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ঘটনার পর দুই বিভাগের শিক্ষার্থীরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন, আর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ফটকের বাইরে অবস্থান নিয়ে তাদের ধাওয়া করতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে রাত ১১টা পর্যন্ত উত্তেজনা চলতে থাকে।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান অভিযোগ করে বলেন, “কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” পাল্টা অভিযোগ এনে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বলেন, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ জানান, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে, তবে ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে।