মাহফিল থেকে সমালোচনাকারীদের উদ্দেশে আজহারীর বার্তা

সিলেট সংবাদদাতা:সিলেট সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, নাগরিক হিসেবে দেশের যেকোনো সমস্যা বা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার সবার রয়েছে। এজন্য তাকে রাজনীতিতে আসতে হবে, এমন মন্তব্য করা সঠিক নয়।

শনিবার (১১ জানুয়ারি) সিলেটের এমসি কলেজ মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি বলেন, “আমি একজন আলেম এবং সাধারণ নাগরিক। দেশের যেকোনো সমস্যা নিয়ে মত প্রকাশ আমার অধিকার। বাকস্বাধীনতার কথা যারা বলেন, তারাই আবার কেন মন্তব্যের জন্য রাজনীতিতে আসার পরামর্শ দেন?”

আজহারী আরও বলেন, “কোনো দলকে টার্গেট করে আমি কথা বলি না। আমরা কুরআন-সুন্নাহর আলোকে কথা বলি। কোনো সাধারণ মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ বা প্রতিবাদ করলে মানুষের কাছে নেতিবাচক বার্তা যায়।”

তিনি দেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি বন্ধে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর শুদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া ইসলামের আলোকে দেশ গড়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “পালাবদলের রাজনীতিতে দুর্নীতির চর্চা বন্ধ করতে হবে।”

প্রসঙ্গত, আজহারীর একটি বক্তব্যে রাজনৈতিক দলের এক নেতা তাকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেন। তার জবাবেই তিনি এ বক্তব্য দেন।

Nagad