ভারত-চীনের বাঁধ নির্মাণে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রাখার আহ্বান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারত ও চীনের বাঁধ নির্মাণ প্রকল্পগুলো বাংলাদেশের নিম্নাঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এ বিষয়ে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে।
সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


তিনি জানান, চীন বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। এ প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। চীন জানিয়েছে, তাদের বাঁধ নিম্নাঞ্চলে ক্ষতি করবে না, তবে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
ভারতের সিয়াং নদীর ওপর বাঁধ প্রকল্প সম্পর্কেও তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “যেহেতু আমরা নিচু অঞ্চলের দেশ, তিস্তা এবং পদ্মা নদীতে পানির সংকট ইতিমধ্যেই আছে। যদি ব্রহ্মপুত্র নদেও পানি কমে যায়, তাহলে এটি আমাদের নদীমাতৃক দেশের জন্য বিরাট সমস্যা তৈরি করবে।”
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত ও চীন যেন বাঁধ নির্মাণ করে, তা নিশ্চিত করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। ভারত এবং চীন উভয়ের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য চাওয়া হয়েছে।
এর আগে পরিবেশ উপদেষ্টা নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “এবার ভারতও চীনের কাছে আমাদের স্বার্থ অক্ষুণ্ন রাখার কথা বলতে বাধ্য হচ্ছে। এটি একটি নতুন দিক যা বাংলাদেশের জন্য কূটনৈতিক অগ্রগতি নির্দেশ করে।”