৭ কলেজ শিক্ষার্থীদের আলটিমেটাম: ওসি, এসি ও প্রো-ভিসির পদত্যাগ দাবি
সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট থানার ওসি, এসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে নিউমার্কেট থানা ঘেরাও ও সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশের নির্বিচারে হামলার দায়ভার ওসি ও এসিকে নিতে হবে। পাশাপাশি, ঢাবি প্রো-ভিসি সাত কলেজ শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর দায় এড়াতে পারেন না।
সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল করে ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাও করেন।
এর আগে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। রোববার রাতের সংঘর্ষে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করলেও সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শান্তি আনার চেষ্টা করলেও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ব্যর্থ হন। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।