জাতীয় নির্বাচনে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করুন : গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার করা উচিত। আজ (২৭ জানুয়ারি) রোববার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে জামায়াতে ইসলামির আয়োজিত বার্ষিক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন হবে নিরপেক্ষ এবং কেয়ারটেকার সরকারের অধীনে। জামায়াতে ইসলামি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চায়, যাতে ভোটের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হন। এতে যোগ্য ব্যক্তিরা সংসদে যেতে পারবেন।”


তিনি জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে বলেন, “সোনার বাংলায় দুই হাজার ছাত্র জীবন দিল, চার হাজার ছাত্র-জনতা আহত হলো, তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তাদের এই স্বপ্ন যদি আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি কল্যাণকর ইসলামি রাষ্ট্র গঠন করতে পারে, তাহলে সেই স্বপ্ন পূর্ণ হবে।”
গোলাম পরওয়ার আরও বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, ৫ আগস্টের পর দেশ এবং বিদেশে ষড়যন্ত্র চলছে। দিল্লি থেকেও ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। জামায়াতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হচ্ছে, এজন্য সব নেতা-কর্মীকে সজাগ থাকার আহ্বান জানাই।”
তিনি বলেন, “আগামী নির্বাচনে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করা যাবে।”
এছাড়া, তালা উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মো. মহিবুল্লাহর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এবং অন্যান্যরা।
সমাবেশের আগে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারী সম্মেলনও অনুষ্ঠিত হয়।