রেলের টিকিটে বিআরটিসি বাসে যাত্রী পরিবহন শুরু
রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা রেলের টিকিট ব্যবহার করে বিআরটিসির বাসে তাদের গন্তব্যে যেতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় আসার জন্যও এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে।


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিসির এই বাস সার্ভিস চালু থাকবে।
চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কিছুক্ষণের মধ্যে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন বলে জানা গেছে।
রানিং স্টাফদের আন্দোলনের কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে এখন নিরবতা। আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ রয়েছে।
এর আগে, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন গত ২২ জানুয়ারি চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মানার আল্টিমেটাম দেয়। দাবি পূরণ না হওয়ায় আজ (২৮ জানুয়ারি) থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।