রাজনৈতিক অপব্যবহার রোধে র‌্যাব বিলুপ্তির আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

ফাইল ছবি

‘ডেথ স্কোয়াড’ হিসেবে অভিহিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংস্থাটি ৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে এ দাবি জানায়।

প্রতিবেদনটি শিরোনাম করা হয়েছে, ‘আফটার দ্য মুনসুন রেভুলেশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’। এতে র‌্যাবের বিলুপ্তি এবং তাদের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মানবাধিকার প্রশিক্ষণের মাধ্যমে পুনর্গঠনের সুপারিশ করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। ২০০৪ সালে গঠিত এই বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এবং দমন-পীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

২০২১ সালের ১০ ডিসেম্বর মার্কিন সরকার র‌্যাবের সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া, ২০২২ সালের ডিসেম্বরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনও র‌্যাব বিলুপ্তির সুপারিশ করে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাবমুক্ত নিরাপত্তা বাহিনী গঠন অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাঠামোগত সংস্কারের তাগিদ দেওয়া হয়েছে।

সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কারিগরি সহায়তা এবং পর্যবেক্ষণ গ্রহণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, কাঠামোগত সংস্কার ছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্জনগুলো টেকসই হবে না।

Nagad