বিয়ে করে ফেরার পথে স্ট্রোক করে নববিবাহিত বর জাহিদুলের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম (২২) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় বরযাত্রীসহ কনের বাড়ি কালীগঞ্জের চৌধুরীর হাট এলাকায় যান জাহিদুল। বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তুষভান্ডার বাজার পার হওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা বরযাত্রীরা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, “ঘটনাটি শোনার পর সেখানে গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল। নববিবাহিত বর জাহিদুলের আকস্মিক মৃত্যু সত্যিই দুঃখজনক।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, “নববিবাহিত যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

Nagad