এবার ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উত্তেজিত ছাত্র-জনতা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে বাড়িটির সামনে জড়ো হয় এবং পরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এতে একটি গাড়িও পুড়ে যায়।


এ ঘটনার আগে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন এবং আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, হাসানাত আব্দুল্লাহ ও মাহবুবুল আলম হানিফসহ বেশ কয়েকজন নেতার বাসভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।