রাশিয়ায় মানবপাচার: বিমানবন্দর থেকে চক্রের মূলহোতা তামান্না গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের মূলহোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচার কার্যক্রমের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর চেষ্টা করছিলেন তামান্না জেরিন। সিআইডি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে আটক করে।

তার বিরুদ্ধে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ থেকে লোক পাঠিয়ে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করতেন।

এর আগে, নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী প্রতারিত হয়ে রাশিয়ায় যান। ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা উচ্চ সুদে ঋণ নিয়ে সেখানে যান, তবে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের যুদ্ধের ময়দানে পাঠানো হয়। ২৬ জানুয়ারি যুদ্ধে প্রাণ হারান হুমায়ুন কবির, আর রহমত আলী দেশে ফেরার চেষ্টা করছেন।

এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করে, যার ফলস্বরূপ ধরা পড়লেন চক্রের মূলহোতা তামান্না জেরিন।

Nagad