কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চায় না। কমিশনের সদস্যরা রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান না এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লবিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের এত বদনাম ও সমালোচনা কেন হয়? এর পেছনে হয়তো অনেক কারণ থাকতে পারে, তবে আমার মতে সবচেয়ে বড় কারণ হলো ‘নির্বাচন কমিশনের রাজনৈতিক নিয়ন্ত্রণ’। রাজনীতির হাতে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়াই এটি সবচেয়ে বড় কারণ।’
তিনি আরও বলেন, ‘যদি রাজনীতিবিদদের নির্বাচন কমিশনে প্রভাব বিস্তার বন্ধ না করা যায়, তবে আগের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে। আমরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ, তবে একা আমাদের পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা দরকার।’
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।