ধানমন্ডি ৩২: পানি সেচে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি সেচের কাজ শেষ হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার আগমুহূর্তে সেচ কাজ সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পানি সেচ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সেচযন্ত্রের মাধ্যমে নিচতলা থেকে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়।

সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও আশপাশের ভবনে হামলা ও ভাঙচুরের পর পাশের একটি নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান মেলে। কিছু মহল ধারণা করছিল, সেখানে ‘আয়নাঘর’ থাকতে পারে। এই রহস্য উদঘাটনেই আজ পানি সেচের উদ্যোগ নেওয়া হয়।

টানা ৩৬ দিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলনের চাপে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেদিন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজারো মানুষ। একই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়। বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিও পুড়িয়ে দেওয়া হয়।

গত ৫ ফেব্রুয়ারি আন্দোলনকারীরা ধানমন্ডি ৩২ নম্বর ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পাশের নির্মাণাধীন ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায়। তবে সেখানে আজকের সেচ কার্যক্রম শেষে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Nagad