পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।

এর আগে, গত নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার এসব কমিশন গঠন করেছিল। সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট কমিশনগুলোর কাজ সম্পন্ন করার স্বার্থে সময় বাড়ানো হয়েছে।

এর আগে, গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এগুলো হলো—সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

প্রতিবেদন জমার পর, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনায় বসেছে। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

Nagad