জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি: আসিফ আকবর
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মতামত প্রকাশ করেন।
আসিফ লেখেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।’


তার এ মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একমত প্রকাশ করলেও, অনেকে তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
একজন নেটিজেন লিখেছেন, ‘এভাবে গণতান্ত্রিক চর্চাটা শুরু হওয়া উচিত, নয়তো জাতীয় নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে যোগ্য ব্যক্তি নির্বাচনে ভুল হতে পারে।’
অন্যদিকে, কেউ কেউ শঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে সহিংসতা বাড়তে পারে।’
আল মামুন নামে একজন লিখেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আগে হলে অরাজকতা বাড়বে এবং ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে।’
তবে মোহাম্মদ সোহেল রানা একাত্মতা প্রকাশ করে বলেন, ‘কৃতজ্ঞতা আসিফ ভাই, আপনাকে এজন্যই পছন্দ হয়। দলের চেয়ে দেশ বড়।’
উল্লেখ্য, বিএনপি দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছে। দলটির নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে পারে এবং এতে জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, আসিফ আকবর তার ক্যারিয়ারের শুরুতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে তিনি বাংলা গানের যুবরাজ হিসেবে পরিচিত।