৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিমুল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গণধোলাইয়ের পর এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়।
শিমুল পাবনার ঈশ্বরদী এলাকার মো. শরীফের ছেলে এবং কাঁচপুরে শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। তিনি একটি রিকশা গ্যারেজে কাজ করেন। প্রতিবেশীদের তথ্যমতে, শিমুল শিশুটিকে কৌশলে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর তাকে আটক করে গণধোলাই দেওয়া হয় এবং তিনি অপরাধ স্বীকার করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।


সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।