নিশ্চিন্তে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত করা প্রয়োজন, তবে তার সঙ্গে ভোট দেয়ার নিশ্চয়তাও জরুরি। তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে, গুম-খুনের শিকার হয়েছে, গায়েবি মামলায় কর্মীরা জেলে গেছে—এই সকল দাবির পূরণ করতে হবে। শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন, সেই নিশ্চয়তা দিতে হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, আজ যারা অন্তর্বর্তী সরকারের সদস্য, তাদের বিষয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে। তবে আমরা চাই সরকার সফল হোক। সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি নানা কথা বলছেন, যা দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার সৃষ্টি করছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন।

তিনি জানান, ভোটের অধিকার যত বেশি নিশ্চিত হবে, বিএনপির ভিত্তি তত শক্তিশালী হবে। বিএনপি একটি রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া।

তারেক রহমান আরও বলেন, এটা আমাদের লক্ষ্য—জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন চাওয়া। কিছু লোক এটাকে অস্বাভাবিক হিসেবে দেখছে, কিন্তু এটি তো একেবারে স্বাভাবিক একটি বিষয়। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটে বিশ্বাস করি, তো কেন আমরা নির্বাচন চাইব না?

তিনি দাবি করেন, বাংলাদেশে যদি গণতন্ত্র চর্চা করা যায়, তবে ষড়যন্ত্রকারী মানুষের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। যত বেশি গণতন্ত্র চর্চা করা হবে, তত বেশি দেশের মানুষ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ থাকবে।

Nagad

সম্মেলনে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু সভাপতিত্ব করেন, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সঞ্চালনা করেন, এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।