ওজু নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বরকত উল্লাহ বুলু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণের আগে ওজু করার বিষয়ে দেওয়া মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বলেন, “কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে আমি মনের অজান্তে বলেছি, ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন।’ এটি মোটেও শোভনীয় হয়নি এবং নেতাকর্মীদের মনে কষ্ট দিয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে এ বক্তব্যের কোনো সম্পর্ক নেই। তাই এ বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

উল্লেখ্য, তারেক রহমানের নাম উচ্চারণের আগে ওজু করার মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দলের অভ্যন্তরেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।