যুক্তরাষ্ট্রে ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। শুক্রবার (৪ জুলাই) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। মাস্ক বলেন, এ দল গঠনের লক্ষ্য—‘আমেরিকানদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া।’
দল ঘোষণার একদিন আগে মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থিত কর হ্রাস ও সরকারি ব্যয় বিল পাস হয়। বিলটিকে ‘অদূরদর্শী ও দেশের জন্য ক্ষতিকর’ বলে অভিহিত করে মাস্ক বলেন, ‘এই বিল আমেরিকাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখনই সময় নতুন নেতৃত্বের।’


একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্ক তার প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি-তে কাজ করেন। তবে বাজেট বিল নিয়ে দ্বন্দ্বের জেরে মাস্ক-ট্রাম্প সম্পর্কের টানাপোড়েন ক্রমশ চরমে পৌঁছেছে। মাস্ক হুঁশিয়ারি দিয়েছেন,‘যারা এ বিল সমর্থন করেছেন, তাদের হারাতে নির্বাচনে আমি অর্থ ব্যয় করবো।’
উল্টো ট্রাম্পও প্রতিক্রিয়ায় বলেন, মাস্কের টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানিগুলোকে সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।
‘আমেরিকা পার্টি’ গঠনের আগে মাস্ক এক্স-এ একটি জরিপ পরিচালনা করেন—যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি না। প্রায় ১২ লাখ ব্যবহারকারী এতে ভোট দেন, যাদের মধ্যে দুই-তৃতীয়াংশ নতুন রাজনৈতিক দল চেয়েছেন বলে জানান মাস্ক।
বিশ্লেষকদের মতে, মাস্কের নতুন দল যুক্তরাষ্ট্রের দুইদলীয় রাজনৈতিক কাঠামোতে বড় চ্যালেঞ্জ হতে পারে। যদিও ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের দীর্ঘদিনের আধিপত্য ভাঙা সহজ হবে না।
রিপাবলিকানদের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এ দ্বন্দ্ব ভোট বিভাজনের কারণে ক্ষতি ডেকে আনতে পারে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এক অনুসারীর প্রশ্নে মাস্ক বলেন, ট্রাম্পকে সমর্থন থেকে বিরোধিতায় যাওয়ার মূল কারণ বাজেট ঘাটতি। তিনি বলেন, ‘বাইডেন আমলে বাজেট ঘাটতি ছিল ২ ট্রিলিয়ন ডলার, ট্রাম্প সেটা বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন করেছেন। এভাবে চলতে থাকলে দেশ দেউলিয়া হয়ে যাবে।’