সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে বলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এর আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে জানায়, দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রমজান শুরু হবে। ফলে ২৮ ফেব্রুয়ারি সেখানে শাবান মাসের শেষ দিন হিসেবে চিহ্নিত হয়েছে।


অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ দেশটির ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং ফতোয়া ও শরিয়াহ আরবিট্রেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দেন। ভৌগোলিক অবস্থান ও টাইম জোনের কারণে অস্ট্রেলিয়া সাধারণত রমজান শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি।
মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে রমজান শুরু হবে রোববার (২ মার্চ)। অন্যদিকে, ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে।