বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৩ মার্চ) ১৮তম বোর্ড সভায় নতুন কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার অন্তর্ভুক্ত হবেন, তা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

বিসিবি সূত্রে জানা গেছে, টেস্ট ক্রিকেটে যারা নিয়মিত খেলেন, তাদের আয়ের সুযোগ কম হওয়ায় তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে। বেশিরভাগ টেস্ট ক্রিকেটার এক ফরম্যাটেই খেলে থাকেন, তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বোর্ড সভা শেষে নাজমুল আবেদিন ফাহিম বলেন, “ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা টেস্ট ক্রিকেটারদের ইন্টারেস্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি।”

তবে কতজন ক্রিকেটারের বেতন বাড়ছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। বিসিবির এই সিদ্ধান্তে ক্রিকেটারদের আয়ের সুষম বণ্টনের বিষয়টি আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।