মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

দেশের ব্যাংকিং খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব উজমা চৌধুরী মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। রোববার (১৬ মার্চ) মেঘনা ব্যাংকের ১৮৫তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উজমা চৌধুরী যুক্তরাষ্ট্রের টেক্সাসের নিবন্ধিত সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (CPA) এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম শিল্পে সাত বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি আমেরিকান উইমেন্স সোসাইটি ফর সিপিএ-এর হিউস্টন চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেছেন।

২০০৮ সালের অক্টোবর থেকে তিনি প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ব্যবসা ও বাণিজ্যের পাশাপাশি, তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কর্মসূচির ফাইন্যান্স ও অডিট কমিটির সদস্য এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)-এর কমিটির একজন সক্রিয় সদস্যও।

মেঘনা ব্যাংক বিশ্বাস করে যে, উজমা চৌধুরীর দক্ষ নেতৃত্বে ব্যাংকটি আরও শক্তিশালী হবে এবং প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষতার মাধ্যমে শীর্ষ অবস্থানে পৌঁছাবে।

গত বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক তিনটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এর মধ্যে মেঘনা ব্যাংকও রয়েছে।

Nagad