দেশে যাত্রা শুরু করলো ইউমিডিজি, নিয়ে এলো জি৯ ফাইভজি স্মার্টফোন
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউমিডিজি (UMIDIGI)। ব্র্যান্ডটি তাদের প্রথম মডেল ‘জি-নাইন’ ফাইভজি (G9-5G) উন্মোচনের মাধ্যমে এদেশের গ্রাহকদের জন্য ফাইভজি প্রযুক্তির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। সময়োপযোগী প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি এই মডেলটি দামে সাশ্রয়ী এবং ভোক্তাবান্ধব। এর দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা।
ফিচারসমূহ:
ফাইভজি নেটওয়ার্ক সমর্থনকারী এই স্মার্টফোনটিতে রয়েছে ১২ জিবি র্যাম (৬ জিবি ভার্চুয়াল র্যাম) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এছাড়া এতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফাস্ট চার্জিং সুবিধা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এআই ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত ছবি ধারণ করতে পারবেন।


অন্য মডেল এবং পরিষেবা:
UMIDIGI G9 সিরিজের আরও তিনটি মডেল রয়েছে — G9-C, G9-T এবং G9-A। এসব মডেলেও থাকবে ফাইভজি সুবিধা এবং উন্নত ফিচার। এছাড়া ইউমিডিজি বাংলাদেশের প্রতিটি জেলা শহরে সার্ভিস সেন্টার এবং কালেকশন পয়েন্ট স্থাপন করেছে, যা গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে।
ইউমিডিজির ব্যবস্থাপনা পরিচালক ঝোউ বলেন, “আমরা স্মার্টফোন ডিজাইনে দাম ও ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছি, যা মধ্যম বাজেটের গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে। ঈদুল ফিতরের আগেই মডেলটি বাজারে আনার ফলে এটি অনেকের জন্য ঈদ উপহার হিসেবেও কাজ করবে।”
UMIDIGI G9-5G এখন থেকে দেশের সব নিকটস্থ মোবাইল আউটলেটে পাওয়া যাবে। বাজেটবান্ধব দামে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন সরবরাহ করার লক্ষ্য নিয়েই ইউমিডিজির যাত্রা শুরু হলো।