অ্যাম্বুলেন্স-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যশোরে নিহত ৩, আহত ১
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি বাবলু রহমান খান জানান, যশোর থেকে বেনাপোলগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহত একজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।