সিটি ব্যাংকে দুই নতুন ডিএমডি নিয়োগ
দেশের এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে নতুন করে দুই শীর্ষ নির্বাহীকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সিটি ব্যাংক। তারা হলেন মো. নুরুল আজম মজুমদার ও কামরুল মেহেদী।
বুধবার (২৩ এপ্রিল) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই নিয়োগ সিটি ব্যাংকের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


মো. নুরুল আজম মজুমদার এর আগে সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৯ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকটিতে যোগ দেন এবং গত ২৫ বছরে ব্রাঞ্চ ব্যাংকিং, করপোরেট ও রিটেইল ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কামরুল মেহেদী ২০১৭ সাল থেকে সিটি ব্যাংকের স্মল ও মাইক্রোফাইন্যান্স ইউনিটের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে ব্যাংকটি সিএমএসএমই খাতের জন্য একাধিক উদ্ভাবনী পণ্যের সূচনা করেছে। ব্র্যাক ব্যাংকে কর্মজীবন শুরু করা মেহেদী যুক্তরাষ্ট্রের এমআইটি থেকে ব্যাংকিং লিডারশিপে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেবাও দিয়েছেন।
নুরুল আজম মজুমদার ও কামরুল মেহেদীর পদোন্নতি দেশের এসএমই খাতের অগ্রযাত্রায় সিটি ব্যাংকের ভূমিকাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।