মোহাম্মদপুরে খাল ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় হাইক্কার খাল ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় হাইক্কার খাল ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে একাধিক অবৈধ ভবন ভেঙে ফেলা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ফারজানা খানম ও সাহিদুল ইসলাম।


এর আগে সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, “যারা খাল-বিল দখল করে স্থাপনা গড়ে তুলেছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলের অফিস, মসজিদ কিংবা বাড়ির নাম ব্যবহার করে যারা দখলদারিতে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশে বার্তা—আপনি যেই দলেরই হোন না কেন, অবৈধ দখলকারীদের উচ্ছেদ হবেই।”
তিনি আরও বলেন, “এটি আমাদের ধারাবাহিক উচ্ছেদ কার্যক্রমের অংশ। আজ দুটি ভবন ভাঙা হবে। ভবিষ্যতে ফুটপাতসহ অন্যান্য জনসাধারণের ব্যবহারযোগ্য জায়গাও দখলমুক্ত করা হবে।”
প্রশাসক সকল অবৈধ দখলদারকে সতর্ক করে দিয়ে বলেন, “যারা এখনও সরকারি জমি দখল করে নিশ্চিন্তে আছেন, তাদের দ্রুত জায়গা ছেড়ে দিতে হবে। না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”